বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত। বাকি আট দেশ হলো- আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, উগান্ডা, ক্যামেরুন, সুদান এবং লেবানন। গত ১৭ সেপ্টেম্বর এক বিবৃতিতে আমিরাতের ভিসা কর্তৃপক্ষ বলেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর করা হবে এই নিষেধাজ্ঞা এবং পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই ৯ দেশের নাগরিকদের বাণিজ্যিক, কর্ম, ভ্রমণসহ সব ধরনের ভিসা প্রদান বন্ধ থাকবে।
ঠিক কোন কোন কারণে এই ৯ দেশের ওপর অনির্দিষ্টকালের জন্য ভিসা নিষেধাজ্ঞা জারি হলো সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি আমিরারেত ভিসা কর্তৃপক্ষ। তবে দেশটির ভিসা সম্পর্কিত অনলাইন পোর্টাল ইউএই ভিসা অনলাইন ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, সাধারণত কোনো দেশের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ শুরু হলে কিংবা ভূ-রাজনৈতিক সম্পর্কের অবনতি হলে সেই দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে আমিরাতের সরকার। এছাড়া আরও বিভিন্ন কারণ থাকতে পারে।
তবে ভিসা কর্তৃপক্ষ যেহেতু বিস্তারিত কিছু বলেনি, তাই এটা এখনও স্পষ্ট নয় যে ঠিক কী কী কারণে বাংলাদেশসহ এই ৯ দেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলো। আমিরাতে যেসব দেশের লোকজন সবচেয়ে বেশি দেখা যায়, সেসবের মধ্যে বাংলাদেশ অন্যতম। ভ্রমণ, ব্যাবসায়ীক কাজ বা চাকরির উদ্দেশে নিয়মিতই আমিরাতে যান বাংলাদেশিরা। আমিরাত সরকারের এই ভিসা নিষেধাজ্ঞা বাংলাদেশের ওপর বড় আঘাত।
এসএস/টিএ