সাতক্ষীরার বিনেরপোতায় পওয়ার গ্রীড T-3 ট্রান্সফরমারে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই ঘণ্টার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল গোটা জেলা।
শনিবার (২০ সেপ্টেম্বর ) বেলা ১১টার পর এ ঘটনা ঘটে। এরপর খুলনা গ্রিড থেকে বিদ্যুতের সকল ফিডার গ্রিড বন্ধ রাখা হয়। দুই ঘণ্টা পর চালু করা হয়েছে বিদ্যুৎ সংযোগ।
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সনৎ কুমার ঘোষ জানান, পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফরমারে আগুন লাগে। ২০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বর্তমানে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে।
সাতক্ষীরা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী সোয়েব হোসেন জানান, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে গোটা জেলা দুই ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। বর্তমানে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে। দুই একটি জায়গায় বাকি থাকলে সেটিও অল্প সময়ের মধ্যে চালু হয়ে যাবে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত ঘটেছে।
ইএ/টিকে