শুক্রবার (১৯ সেপ্টেম্বর) একটি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে আহত হন ভারতীয় জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারকাকে। তবে চিকিৎসক জানিয়েছেন, আঘাত গুরুতর নয়। তবে আপাতত বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে।
হিন্দুস্তান টাইমসের খবর থেকে জানা যায়, নায়কের টিম থেকে যে বিবৃতি পোস্ট করা হয় সেখানে বলা হয়, বিজ্ঞাপনের চিত্রায়ন করতে গিয়ে সামান্য আঘাত পেয়েছেন মিস্টার জুনিয়ার এন টি আর। তবে আপাতত অভিনেতার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী বেশ কয়েক সপ্তাহ বিশ্রাম নিতে হবে তাকে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা সকলকে আশ্বস্ত করে বলতে চাই, অভিনেতার আঘাত গুরুতর নয় তাই উদ্বেগের কোনও কারণ নেই। আমরা আন্তরিকভাবে দর্শক, সংবাদ মাধ্যম এবং জনসাধারণকে যেকোনো ধরনের অনুমান থেকে বিরত থাকার অনুরোধ করছি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই একটি ছবিতে দেখা যায় অভিনেতার ওজন অনেক কমে গিয়েছে। একদিকে যেমন অভিনেতার এই স্লিম চেহারা দেখে অনেকে অবাক হয়েছেন তেমন অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে। যদিও পরবর্তী সময়ে অভিনেতার ফিটনেস প্রশিক্ষক কুমার মান্নব জানান, সম্পূর্ণ নিয়ম মেনেই এই ওজন কমিয়েছেন অভিনেতা।
প্রসঙ্গত, জুনিয়র এনটিআর সর্বশেষ অভিনয় করেছেন ‘ওয়ার ২’ ছবিতে। এই ছবিতে অভিনয় করার মাধ্যমে প্রথম বলিউডে পদার্পণ করেন তিনি। সিনেমায় হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করতে দেখা যায় অভিনেতাকে।
এমকে/টিএ