বাংলাদেশ পুরুষ ফুটবল দলের ফুটসাল অভিষেক হয়েছে আজ (২০ সেপ্টেম্বর)। মালয়েশিয়ায় এশিয়ান ফুটসাল বাছাইয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইরানের কাছে ০-১২ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ইরান এশিয়ান ফুটসালে বর্তমান ও সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন।
স্ট্যান্ডার্ড ফুটবলে ১২-০ ব্যবধানে পরাজয় অনেক বড়। তবে ফুটসালে ১০ গোলের ব্যবধান তেমন শোচনীয় পরাজয় নয়। বিশেষ করে প্রতিপক্ষ যখন ইরান। যারা বিশ্ব ফুটসাল র্যাংকিংয়ে ৫ নম্বর অবস্থানে রয়েছে। সেখানে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে ফুটসালে প্রথম ম্যাচই খেলল ইরানের বিপক্ষে।
জেমি ডে’র সময় জাতীয় ফুটবল দলে খেলা কানাডা প্রবাসী রাহবার খান বাংলাদেশের প্রথম ফুটসাল ম্যাচের অধিনায়কত্ব করেছেন। গোলরক্ষক হিসেবে ছিলেন জাহিদ হাসান রাব্বি। ফাইভ এ সাইড ম্যাচে অন্য তিন ফিল্ড প্লেয়ার হিসেবে নেমেছিলেন- মাহমুদুল হাসান কিরন, মোস্তফা চৌধুরি, কাজী ইব্রাহিম। পরবর্তীতে অন্য খেলোয়াড়রাও নেমেছিলেন।
ফুটসালে দুই অর্ধে বিশ মিনিট করে খেলা হয়। প্রথমার্ধে বাংলাদেশ ০-৬ গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরো ৬ গোল হজম করে। বাংলাদেশ আন্তর্জাতিক ফুটসালে প্রথম ম্যাচে কোনো গোল করতে পারেনি। ইরান অত্যন্ত শক্তিশালী দল। সব কিছু বিবেচনায় ১২-০ ফলাফল বাংলাদেশের লড়াকু অভিষেক হিসেবেই গণ্য করা যায়।
বাংলাদেশ ফুটসাল দল প্রায় দেড় মাস ইরানী কোচ সাঈদ খোদারাহমির অধীনে অনুশীলন করেছে। ঢাকায় ফুটসাল কোর্টের অভাবে ঠিক মতো অনুশীলন না হওয়ায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে দুই সপ্তাহের বেশি অনুশীলন করেছে। ফিফা-এএফসি বিশ্বকাপের মতো ফুটসালও বিশ্বকাপ-এশিয়া কাপ আয়োজন করে। বাফুফে কখনো আন্তর্জাতিক ফুটসালে অংশগ্রহণ করেনি।
ফুটসাল ট্রায়াল, বাংলাদেশে আসছেন বিদেশি কোচ
বাফুফের বর্তমান কমিটি ফুটসালে একাধিক বিদেশি কোচ এনে গুরুত্ব দিয়েছে। অভিজ্ঞ কোচিং ও কয়েক সপ্তাহের প্রস্তুতিতে বাংলাদেশ ইরানের বিপক্ষে সাধ্যমতো লড়াই করেছে। ২২ সেপ্টেম্বর স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ। ২৪ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। বাছাই পর্বের আট গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা সাত রানার্স আপ আগামী বছর ফুটসাল এশিয়া কাপে খেলবে।
এমকে/টিকে