রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর এক বিশালাকৃতির রুই মাছ বিক্রি হয়েছে ৫৬ হাজার ২০০ টাকায়। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ মাছটি কিনে বিক্রি করেন।
ওজন ১৬ কেজির ওই রুই দুপুর ২টার দিকে গোয়ালন্দ উপজেলার সীমান্তবর্তী পাবনার আমিনপুর থানার ঢালারচর এলাকায় জেলে তাজেল হালদারের জালে ধরা পড়ে।
স্থানীয়রা জানান, পদ্মায় পানি ও স্রোতের গতিবেগ ফের বাড়তে শুরু করায় সাম্প্রতিক দিনগুলোতে বড় আকারের মাছ ধরা পড়ছে।
সেখানে জেলেদের জালে প্রায়ই ধরা পড়ছে পাঙ্গাশ, রুই, বাঘাইড়, চিতলসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সীমান্তবর্তী পাবনার আমিনপুর থানার ঢালারচর এলাকায় পদ্মা নদীতে নৌকা নিয়ে মাছ শিকার করছিলেন জেলে তাজেল হালদার ও তার সঙ্গীরা। এ সময় তাদের জালে ধরা পড়ে বড় আকারের একটি রুই মাছ। পরে বিক্রি করতে মাছটি নেওয়া হয় গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে।
সেখানে ১৬ কেজি ওজন মেপে তিন হাজার ৫০০ টাকা কেজিদরে ওই রুইটি স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখের কাছে ৫৬ হাজার টাকায় বিক্রি করেন জেলে তাজেল।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বলেন, ‘আজ বিকেলে জেলে তাজেল হালদারের কাছ থেকে ১৬ কেজি ওজনের একটি রুই মাছ ৫৬ হাজার টাকায় আমি কিনে নিই। পরে অনলাইনে সিলেট জেলা শহর এলাকার লন্ডনপ্রবাসী এক ব্যক্তির কাছে ওই রুইটি ৫৯ হাজার ২০০ টাকায় আমি বিক্রি করেছি।’
এমকে/টিএ