রাশিয়া শনিবার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটে অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে এবং সতর্ক করেছে, এর ফলে ‘উত্তেজনা আরো বাড়তে পারে’।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘রাশিয়া বারবার জেসিপিওএতে অংশ নেওয়া ইউরোপীয় দেশগুলোর কর্মকাণ্ডের উসকানিমূলক ও অবৈধ চরিত্রের বিষয়ে সতর্ক করেছে।’
২০১৫ সালের যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা (জেসিপিওএ) চুক্তির আওতায় ইরানকে তার পারমাণবিক কার্যক্রমে জাতিসংঘ তদারকির বিনিময়ে জাতিসংঘের নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ চুক্তির অংশীদাররা বলছে, ইরান তার অঙ্গীকার ভঙ্গ করেছে।
২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদকালে ওয়াশিংটন চুক্তি থেকে সরে যাওয়ার পর থেকে এটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে।
ইউরোপীয় চাপের মুখে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পক্ষে ভোট দেয়।
রুশ মন্ত্রণালয় বলেছে, ‘এই পদক্ষেপগুলোর সঙ্গে কূটনীতির কোনো সম্পর্ক নেই এবং এটি কেবল ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা আরো বাড়িয়ে তোলে।’
গত আগস্টে মস্কো সতর্ক করেছিল, তার প্রধান মিত্র ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে ‘অপরিবর্তনীয় পরিণতি’ হতে পারে।
গত এক দশকে তেহরান ও মস্কো রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করেছে। ইউক্রেন আক্রমণের পর এই সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে।
এমআর/টিকে