ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ পর্তুগাল। আগামী রোববার (২১ সেপ্টেম্বর) এই স্বীকৃতি কার্যকর হবে। গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য নীতিতে পরিবর্তন আনা পশ্চিমা দেশগুলোর তালিকায় পর্তুগাল সর্বশেষ যুক্ত হলো।
নিউইয়র্কে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। এর আগে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
পর্তুগালের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেন, এই স্বীকৃতি ‘সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার’ শামিল। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রও এই যুক্তির সঙ্গে একমত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে প্রায় তিন-চতুর্থাংশই ইতোমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০১২ সালে ফিলিস্তিনকে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের (অ-সদস্য) মর্যাদা দেওয়া হয়েছিল।
এদিকে, বিশ্বনেতারা যখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখনো ইসরায়েলি সেনারা গাজায় স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ইসরায়েলি হামলায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, অন্তত ৬৫ হাজার ১৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র: বিবিসি
ইএ/টিকে