শুরুটা করেছিল চ্যাম্পিয়নদের মতোই, জয়ের ধারাবাহিকতা বজায় রাখলেও শেষ ম্যাচে দেখা গেলো ছন্দের অভাব। বেশিরভাগ আক্রমণও ছিল ধারহীন। তবে ঘরের মাঠে প্রতিপক্ষকে জয় নিয়ে ফিরতে দেয়নি অলরেডরা। অ্যানফিল্ডে শনিবার (২০ সেপ্টেম্বর) এভারটনকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো লিভারপুল।
প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচের সবগুলোতেই জিতেছে লিভারপুল। ১৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে, এক ম্যাচ কম খেলা আর্সেনাল আছে দুইয়ে, লিভারপুলের চেয়ে তারা পিছিয়ে আছে ৬ পয়েন্ট। ৫ ম্যাচ খেলা টটেনহ্যামের পয়েন্টও ৯, ক্রিস্টাল প্যালেসের পয়েন্টও তাদের সমান। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে এভারটন আছে টেবিলের অষ্টম স্থানে।
রায়ান গ্রাভেনবার্চ লিভারপুলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান উগো একিতিকে। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করেন ইদ্রিসা গেয়ি।
ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে লিভারপুল। গোল পেতে অবশ্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ম্যাচের ১০ম মিনিটে মোহামেদ সালাহ’র থ্রু বল ডি-বক্ষে শূন্যে থাকা অবস্থায় কোনাকুনি শটে দলকে লিড এনে দেন রায়ান গ্রাভেনবার্চ।
ম্যাচের ২৯তম মিনিটে ব্যবধান বাড়ান একিতিকে। গ্রাভেনবার্চের বাড়ানো পাসে ডি-বক্স থেকে নিচু শটে বল জালে জড়ান একিতিকে। গত জুলাইয়ে লিভারপুলে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত তার গোল হলো ৩টি।
প্রথমার্ধে আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমায় এভারটন। ম্যাচের ৫৮তম মিনিটে ডি-বক্সে সতীর্থের ব্যাকপাস পেয়ে বুলেট গতির শটে বল জালে জড়ান সেনেগালের মিডফিল্ডার গেয়ি।
৬৭তম মিনিটে একিতিকেকে তুলে ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড গড়ে দলে আসা আলেকসান্দার ইসাককে নামান লিভারপুলের কোচ আর্না স্লট। তবে এরপর আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেডরা।
ইএ/টিকে