বিশ্বকাপ শুরুর আগে ভারতীয় দলের জন্য বিশাল একটি সুখবর। স্বপ্নের মতো ফর্মে রয়েছেন স্মৃতি মন্ধনা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে ৫০ বলে শতরান করলেন তিনি। মহিলাদের এক দিনের ক্রিকেটে এটি দ্বিতীয় দ্রুততম শতরান। ভারতীয় ক্রিকেটে রেকর্ড। এমনকি টপকে গেলেন বিরাট কোহলির ৫২ বলে শতরানের ভারতীয় রেকর্ডও।
মহিলাদের এক দিনের ক্রিকেটে দ্রুততম শতরানের বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মেগ ল্যানিংয়ের। ২০১২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি ৪৫ বলে শতরান করেছিলেন। পুরুষ ও মহিলা মিলিয়ে ভারতীয় ক্রিকেটে দ্রুততম শতরানের রেকর্ড ছিল কোহলির। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৩ সালে ৫২ বলে শতরান করেছিলেন কোহলি। সেই রেকর্ড ভেঙে দিলেন স্মৃতি।
ভারতের মহিলা ক্রিকেটে এক দিনের ম্যাচে দ্রুততম শতরানের রেকর্ড ছিল স্মৃতিরই। তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৭০ বলে শতরান করেছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই তার ৭৭ বলে শতরানের নজিরও রয়েছে।
অর্থাৎ, ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের তালিকায় প্রথম তিনটি স্থানেই থাকলেন তিনি। ৬৩ বলে ১২৫ রান করে আউট হন স্মৃতি। তাঁর ইনিংসে ১৭টি চার, পাঁচটি ছক্কা রয়েছে।
ইএ/টিকে