তাসকিন-মুস্তাফিজের কারণে আমাদের লক্ষ্য পূরণ হয়নি: শানাকা

সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের জোড়া হাফ সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। তবে লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা মনে করেন তারা মূলত পিছিয়ে পড়েছেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের শেষ দুই ওভারেই।

একপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও অন্যপ্রান্তে ঝড়ো ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন শানাকা। এক সময় মনে হচ্ছিল, দুইশর কাছাকাছি চলে যাবে শ্রীলঙ্কা। ১৫ থেকে ১৮তম ওভার পর্যন্ত তারা নেয় ৫৫ রান। এমন পরিস্থিতিতে এসে ১৯তম ওভারে মাত্র ৫ রান দিয়ে ২ উইকেট তুলে নেন মুস্তাফিজ।

সেই ওভারে একটি রান আউটও আদায় করে নেয় বাংলাদেশ। শেষ ওভারে ৪টি ডট বল করেন তাসকিন। একটি করে চার-ছক্কা হজম করলেও তিনি ১০ রানের বেশি দেননি। আর তাতেই শ্রীলঙ্কার সংগ্রহ ১৮০ এর উপরে যায়নি বলে মনে করেন শানাকা। ম্যাচ শেষে তাই বাংলাদেশের এই দুই বোলারকে কৃতিত্ব দিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে শানাকা বলেছেন, 'দেখুন, আমাদের একটা মোমেন্টাম তৈরি হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত চারিথ আউট হওয়ার পর আমরা কিছুটা মোমেন্টাম হারিয়ে ফেলি। বিশেষ করে ফিজ (মুস্তাফিজুর) এবং তাসকিন শেষের কয়েকটি ওভার খুব ভালো বল করেছে। তাই, আমার মনে হয় আমরা ১৮০ রান করার আশা করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমরা লক্ষ্যে পৌঁছাতে পারিনি।'

অভিজ্ঞতার বিচারে মুস্তাফিজকে বেশ উঁচুতেই রাখছেন শানাকা। বিশেষ করে মুস্তাফিজের আইপিএলে খেলার কথা তুলে ধরেছেন তিনি। তাই তাকে কৃতিত্ব দেয়া উচিত বলেও জানিয়েছেন এই লঙ্কান অলরাউন্ডার। সেই সঙ্গে মুস্তাফিজের ১০ বছরের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। শানাকা বলেন, 'অবশ্যই সে একজন উঁচু মানের খেলোয়াড়, জানেনই তো, সে আইপিএল খেলছে এবং প্রায় ১০ বছর ধরে দেশের হয়ে খেলছে। তার অনেক অভিজ্ঞতা রয়েছে, তাই হ্যাঁ, সে একজন উঁচু মানের খেলোয়াড়, এটা নিয়ে চিন্তার কিছু নেই। আমাদের অবশ্যই তাকে কৃতিত্ব দিতে হবে।'

শানাকা আরও যোগ করেন, 'কোনো বিশেষ পরিকল্পনা ছিল না। যেদিন তার দিন থাকে, সে আধিপত্য করে। যেদিন আমার দিন থাকে, আমি আধিপত্য করি। এটাই ক্রিকেট। আমি তো আর প্রত্যেক বোলারকে মারতে পারি না। একইভাবে, যেদিন তাদের দিন থাকে, তারা প্রত্যেক বোলারের ওপর চড়াও হয়। ফিজ (মুস্তাফিজুর) এখন খুব ভালো বল করছে। তাই আমাদের তাকে সম্মান জানাতে হবে। তাছাড়া, আমি তাকে একজন সাধারণ বোলারের মতোই খেলি।'

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দলের স্মারকলিপি দেবে আজ Nov 06, 2025
img
নিউইয়র্ক থাকবে অভিবাসীদের শহর হিসেবে, বললেন মামদানি Nov 06, 2025
img

সাদিক কায়েম

জুবায়ের ও সর্ব মিত্রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কালচারাল ফ্যাসিস্টরা Nov 06, 2025
img
ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে জয় ভারতীয় বংশোদ্ভূত মুসলিম হাশমির Nov 06, 2025
img
বড় বাজেটের ভিড়ে ‘দ্য তাজ স্টোরি'র বাজিমাত Nov 06, 2025
img
রোহিত শর্মা ও বিরাট কোহলি ‘ভারতের রোনালদো-মেসি' : রশিদ লতিফ Nov 06, 2025
img
অ্যাশেজে অস্ট্রেলিয়ার দল নিয়ে সমালোচনা সাবেক অজি অধিনায়ক স্টিভ ওয়াহর Nov 06, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Nov 06, 2025
নিউইয়র্কে নতুন ইতিহাস, জেন-জি ফার্স্ট লেডি রামা দুওয়াজি Nov 06, 2025
সিলেট-৫ আসনে ৩০ বছরের মধ্যে প্রার্থী নেই বিএনপির Nov 06, 2025
মনোনয়ন চাপে বিএনপি, বদল হতে পারে প্রার্থী তালিকা Nov 06, 2025
রাষ্ট্র সংস্কারের জায়গায় ফেল হলে চুপ থাকবো না: এসএম ফরহাদ Nov 06, 2025
আইনি নোটিশের পরও সমাধান হয়নি, মামলা দায়ের Nov 06, 2025
জন্মদিনের পোস্টে মেয়েকে শাসন করলেন শাহরুখ Nov 06, 2025
শাকিবের নেতৃত্বে ঢাকা ক্যাপিটালস এবারও হট ফেভারিট Nov 06, 2025
img
তারুণ্য নির্ভর ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির Nov 06, 2025
img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

হলান্ড ও ফোডেনের দুর্দান্ত গোল, ডর্টমুন্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি Nov 06, 2025
img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ব্রুজের মাঠে কোনোমতে হার এড়াল বার্সেলোনা Nov 06, 2025
img
আজারবাইজানি ক্লাবের সাথে ড্র করে পয়েন্ট হারাল চেলসি Nov 06, 2025
img
বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া Nov 06, 2025