প্রশংসার জোয়ারে ভাসছেন সাইফ ও তাওহিদ হৃদয়

১৬৯ রান তাড়ায় ৬ বলে জয়ের জন্য প্রয়োজন ৫ রান, হাতে ৬ উইকেট। শ্রীলঙ্কার বোলার দাসুন শানাকার করা প্রথম বলে চার মেরে স্কোর সমান করেন জাকের আলী। অথচ শেষ ৫ বলে ১ রানের সমীকরণ মেলাতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন বাংলাদেশের ব্যাটাররা। মাঝখানে হারান দুই উইকেট।

যদিও এক বল আগেই সুপার ফোর পর্বে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছেন লিটন দাসরা। এই জয়ে প্রশংসায় ভাসছেন সাইফ হাসান ও তাওহিদ হৃদয়। দুজনেই ফিফটি করে দলের জয়ের কাজ সহজ করে দেন। তবে ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও ম্যাচ জয়ের নায়ক হিসেবে দেখছেন অধিনায়ক।

বিশেষ করে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের করা শেষ দুই ওভারকে টার্নিং পয়েন্ট মনে হয়েছে লিটনের, ‘আমরা সবাই জানি, প্রতিপক্ষের জন্য মুস্তাফিজ কতটা বিপজ্জনক। উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল। আমি মনে করি, মুস্তাফিজের ১৯তম এবং তাসকিনের ২০তম ওভার ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। এর আগে মনে হচ্ছিল, ওরা ১৯০ করে ফেলবে।

 কিন্তু তারা রানটা কমের মধ্যে রেখেছে।’

নিজেদের ইনিংসের ১৮ ওভার শেষে ৪ উইকেটে ১৫৩ রান করে লঙ্কানরা। শরিফুল ইসলাম এক ওভারেই দেন ১৮ রান। উইকেটে তখন সেট দুই ব্যাটার শানাকা ও চারিথ আশালঙ্কা। পরের দুই ওভারে আরো তাণ্ডব চালানোর অপেক্ষায় ছিলেন দুজনেই।



তবে দারুণ বোলিংয়ে সেই ১৯তম ওভারে মুস্তাফিজ ২ উইকেট (রান আউটসহ ৩ উইকেট) নিয়ে মাত্র ৫ রান দেন, ছুঁয়ে ফেলেন সাকিব আল হাসানকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি (১৪৯) উইকেটের মালিক ছিলেন সাকিব। গতকাল তাঁর পাশে বসলেন মুস্তাফিজ। পরে শেষ ওভারে মাত্র ১০ রান দেন তাসকিন। এতে লক্ষ্যটা বাংলাদেশের নাগালের মধ্যেই থাকে।

এরপর ব্যাট হাতে দায়িত্ব নেন সাইফ। দ্বিতীয় উইকেটে লিটনের সঙ্গে ৫৯ এবং তৃতীয় উইকেটে তাওহিদের সঙ্গে ৫৪ রান যোগ করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান তিনি। সফল হওয়ার পরিকল্পনা নিয়ে সাইফ বলেন, ‘ভিন্ন কিছু নয়। আমি শুধু নিজের প্রক্রিয়াটা ঠিক রেখেছি। প্রস্তুতি খুব ভালো ছিল। গতকাল (পরশু) ভালো একটা সেশন কাটিয়েছি আমরা। তাদের বোলারদের জন্য ভালো পরিকল্পনা করেছি, যা কাজে লেগেছে।’ ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলা সাইফের প্রশংসা করে লিটন বলেন, ‘আমি জানি, বাংলাদেশের হয়ে ম্যাচ জেতাতে পারে সাইফ। এশিয়া কাপের জন্য যখন আমরা তাকে দলে নিই, সবাই জানতাম যে সে ভালো করবে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে। সে যেভাবে খেলেছে, কিভাবে রান করে, আমার জানা ছিল। তাই ব্যাটিংটা সহজ হয়েছে।’

লঙ্কানদের বিপক্ষে এই জয়ের আত্মবিশ্বাস পরের ম্যাচগুলোতেও কাজে লাগবে বলে জানান লিটন, ‘এমন ম্যাচে রান তাড়া করে জিতলে অবশ্যই আপনি দল হিসেবে উজ্জীবিত থাকবেন পরের ম্যাচের জন্য। তবে আমাদের আবার মাঠে নামতে হবে নতুন দিন, নতুন প্রতিপক্ষ। আমাদের আবার সেরা ক্রিকেটটাই খেলতে হবে।’

এমকে/টিকে


Share this news on:

সর্বশেষ

img
সংগীত নয়, আপাতত সিনেমাতেই মনোযোগ আয়ুষ্মান খুরানার Nov 06, 2025
img
ইউনূস সরকার রীতিমতো অপরাজনীতি করছেন : জাহেদ উর রহমান Nov 06, 2025
img
বিদেশিদের হয়রানি বন্ধে দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের রায় Nov 06, 2025
img
জোহরান মামদানিকে ট্রাম্পের কড়া বার্তা Nov 06, 2025
img
করুরের ট্র্যাজেডির ১ মাস পর মুখ খুললেন থালাপতি বিজয় Nov 06, 2025
img
দূষিত শহরের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান ৯ম Nov 06, 2025
img
টানা পাঁচ ফ্লপের পর শ্রীলীলার ক্যারিয়ার সঙ্কটে Nov 06, 2025
img
মাদ্রাসায় পড়ার সময়টা জীবনের সবচেয়ে ভালো মুহূর্ত ছিল: কেয়া পায়েল Nov 06, 2025
img
পুরোনো গানে নতুন নায়িকাকে নিয়ে জুটি বাঁধলেন অক্ষয় কুমার Nov 06, 2025
img
আমি প্রার্থী হলে মামদানি জিততে পারতেন না : ট্রাম্প Nov 06, 2025
img
প্রথম সপ্তাহেই ১০ কোটির পথে পরেশ রাওয়ালের দ্য তাজ স্টোরি Nov 06, 2025
img
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান Nov 06, 2025
img
এবার পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন পুতিন Nov 06, 2025
img
নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে আলী রীয়াজ পালালেন কেন- মোশাররফ আহমেদের প্রশ্ন Nov 06, 2025
img
৯ মাসে ৮০ হাজার নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন Nov 06, 2025
img
ক্যানসারে আক্রান্ত হয়ে ফের হাসপাতালে দীপিকা Nov 06, 2025
img
৮ ইসলামিক দলের পদযাত্রা আজ Nov 06, 2025
img
ডিফেন্ডারকে লাথি মেরে ফের নিষিদ্ধ সুয়ারেজ Nov 06, 2025
img
বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া Nov 06, 2025
img
এবার রাউজানে বিএনপির ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ Nov 06, 2025