নেটফ্লিক্সে ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘ছোর নিকাল কে ভাগা’ দর্শকপ্রিয়তায় ঝড় তোলে। সানি কৌশল ও ইয়ামি গৌতম অভিনীত ছবিটি হয়ে ওঠে ভারতের অন্যতম সর্বাধিক দেখা সিনেমা। এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় আসছে সিক্যুয়েল ‘ছোর নিকাল কে ভাগা ২’।
প্রযোজনা করছেন দীনেশ ভিজান ও অমর কৌশিক। তবে এবার গল্প বিমানের ভেতরে সীমাবদ্ধ নয়, বরং রূপ নিচ্ছে এক মহাসমুদ্রযাত্রায়। বিলাসবহুল ক্রুজ লাইনারে ঘটবে নতুন চুরির কাহিনি। আন্তর্জাতিক জলসীমার পটভূমি, রহস্য, উত্তেজনা আর রোমাঞ্চের ভরপুর আবহে তৈরি হবে ছবিটি।
প্রথম কিস্তির তুলনায় এবার নির্মাতারা আরও বড় ক্যানভাসে বাজি ধরেছেন। বাস্তবতার ছোঁয়া দিতে পরিকল্পনা রয়েছে আসল ক্রুজ শিপেই দীর্ঘ শুটিং করার। শুধু তাই নয়, নেটফ্লিক্সে সরাসরি মুক্তি পাওয়া প্রথম ছবির বিপরীতে এবার প্রযোজকরা ভাবছেন হলেই ছবি ছাড়ার কথা।
চিত্রনাট্য ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে, চলছে লোকেশন অনুসন্ধান। সবকিছু ঠিকঠাক থাকলে দর্শকরা পেতে যাচ্ছেন আরও দ্বিগুণ রহস্য আর চমক, সঙ্গে সানি কৌশল ও ইয়ামি গৌতমের নতুন রসায়ন।
টিকে/