সাইফুজ্জামানের নামে আরও ৫ দেশে সম্পদের খোঁজে দুদক

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে-বেনামে আরও পাঁচ দেশে সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ক্যাম্বোডিয়ায় সম্পদ অর্জনের রেকর্ডপত্র উদ্ধার করেছে দুদকের নেতৃত্বাধীন টাস্কফোর্স। এর আগে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে ৫৮২টি বাড়ি ও ফ্ল্যাটের প্রমাণ পাওয়া গিয়েছিল।

গতকাল (শনিবার) দিবাগত রাত সোয়া ৪টায় দুদকের এক অভিযানে সাইফুজ্জামানের স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানের ড্রাইভার মো. ইলিয়াস তালুকদারের বাড়ি থেকে দুর্নীতি ও অবৈধ সম্পদ সংক্রান্ত ২৩ বস্তা রেকর্ডপত্র উদ্ধার করা হয়। এসব রেকর্ডপত্র থেকে এ তথ্য পাওয়া যায়।

রোববার (২১ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ (উপ-পরিচালক) কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের এ কর্মকর্তা বলেন, শনিবার দিবাগত রাত ৪টা ১৫ মিনিটে (২১ সেপ্টেম্বর ভোরে) চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ৩ নং শিকলবাহা ইউনিয়নের ওসমান তালুকদারের বাড়ি থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি, পুলিশ ও অন্যান্য সাক্ষীদের উপস্থিতিতে এসব আলামত উদ্ধার করা হয়। দুদকের উপস্থিতি টের পেয়ে এগুলো পাশের বাড়িতে রাখা হয়েছিল।

দুদক সূত্রে জানা যায়, ১৬ সেপ্টেম্বর কালুরঘাটে অবস্থিত আরামিট গ্রুপের শিল্প প্রতিষ্ঠান থেকে ডকুমেন্টগুলো গোপনে সরিয়ে নেওয়া হয়েছিল। ইউসিবিএলের চেয়ারম্যান রুকমীলা জামানের ড্রাইভার মো. ইলিয়াস তালুকদার প্রথমে সেগুলো নিজের বাড়িতে রাখলেও পরে ১৮ সেপ্টেম্বর অভিযান শুরুর আগে পাশের ওসমান তালুকদারের বাড়িতে সরিয়ে রাখেন।

উদ্ধারকৃত আলামত প্রাথমিকভাবে পর্যালোচনায় দেখা গেছে, ইতোপূর্বে প্রাপ্ত ৪টি দেশের (যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুর) ৫৮২টি সম্পদ ছাড়াও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ক্যাম্বোডিয়ায় সম্পদ অর্জনের তথ্য রয়েছে। এছাড়া দেশে-বিদেশে ক্রয়কৃত বাড়ির মালিকানা, ভাড়ার আয়, মেইনটেনেন্স ব্যয়সহ বিভিন্ন তথ্য ও ডকুমেন্টস এবং সাইফুজ্জামান চৌধুরীর দ্বারা বিদেশে মুদ্রা পাচার ও মানি লন্ডারিংয়ের প্রমাণও এই ডকুমেন্টে রয়েছে।

দুদক জানিয়েছে, অনুসন্ধান টাস্কফোর্স ধাপে ধাপে এসব নথি যাচাই করে সুনির্দিষ্ট তথ্য কমিশনের কাছে উপস্থাপন করবে।

গত ১৮ সেপ্টেম্বর বিভিন্ন দেশে অর্থ পাচারের প্রক্রিয়ার আলোচিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের এজেন্ট হিসেবে কাজ করা আরামিট গ্রুপের এজিএম উৎপল পাল এবং দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আজিজকে গ্রেপ্তার করে দুদক।

ক্ষমতার পরিবর্তনের পর সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর দুদক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি করার জন্য আদালতে আবেদন করেছে।

প্রায় ১৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রীরুকমীলা জামানসহ ইউসিবি ব্যাংকের অর্ধশত কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলার তদন্ত চলমান রয়েছে। 

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ভারত ম্যাচের আগে পাকিস্তান দলে মোটিভেশনাল স্পিকার Sep 21, 2025
img
শুটিংয়ে আহত সালমান খান Sep 21, 2025
img
১১৬ বিলিয়ন ডলার না পেলে এনডিসি ৩.০ বাস্তবায়ন কঠিন : পরিবেশ উপদেষ্টা Sep 21, 2025
img
‘কল্পি’ শুটিংয়ের স্মৃতি টেনে দীপিকাকে নিয়ে প্রশংসায় শাশ্বত! Sep 21, 2025
হিন্দু হয়েও যেভাবে শিবিরের প্যানেলে সুজন Sep 21, 2025
img
প্রথম সপ্তাহেই ১১০ কোটির ক্লাবে মিরাই Sep 21, 2025
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবার শীর্ষে লিটন দাস Sep 21, 2025
img
রাজধানীতে ইলেকট্রনিক বাস চালুর বিষয়ে নভেম্বরে বৈঠক: রিজওয়ানা Sep 21, 2025
পিয়া জান্নাতুলের হৃদয়স্পর্শী কথায় ফারিয়া মুগ্ধ! Sep 21, 2025
পূর্ণিমার সরাসরি মন্তব্যে আলোচনায় অ্যাওয়ার্ড রাত! Sep 21, 2025
ইসলামের সাময়িক পরাজয় Sep 21, 2025
যেভাবে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিবেন Sep 21, 2025
img
সচিব রুহল আমীনকে ওএসডি Sep 21, 2025
img
আরিয়ান খানের প্রথম সিরিজে ইমরান হাশমিকে রাঘবের শ্রদ্ধা নিবেদন Sep 21, 2025
img
কল্পি- ২ নিয়ে বিতর্কের মাঝে বার্তা দিলেন দীপিকা! Sep 21, 2025
img
মণ্ডপ পাহারায় বুধবার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Sep 21, 2025
img
সরানো হলো জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে Sep 21, 2025
img
সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ Sep 21, 2025
img
বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সালা করতে হবে : ট্রাইব্যুনালে নাহিদ Sep 21, 2025
img
ব্ল্যাকমেইল করা যাবে, এমন কোনো দুর্বলতা আমার নেই : জাহেদ উর রহমান Sep 21, 2025