সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আজ (২১ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। চিরশত্রুদের বিরুদ্ধে নামার আগে সর্বোচ্চটা দিয়েই অনুশীলন করেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। এমনকি দলকে চাঙ্গা করতে ‘মোটিভেশনাল স্পিকার’কে নিয়ে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অন্যদিকে ঐচ্ছিক অনুশীলনে অনেকটা হালকা মেজাজে ছিলেন ভারতের ক্রিকেটাররা।
পাকিস্তানের ম্যাচপূর্ব অনুশীলনে রাহিল করিমকে দেখা গেছে। যিনি দেশটিতে বেশ বিখ্যাত মোটিভেশনাল স্পিকার। পিসিবি মনে করছে, সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে দলের ক্রিকেটারের মধ্যে বেশ চাপ এবং উদ্বেগ তৈরি হয়েছে। যা কাটাতেই করিমকে ডাকা হয়েছে। টুর্নামেন্টের শেষ পর্যন্ত পাকিস্তান দলের সঙ্গে তিনি থাকবেন বলে জানা গেছে।
খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে করিমের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। এর আগেও অনেক দলের সঙ্গে কাজ করেছেন তিনি। জানা গেছে, ভারতের বিরুদ্ধে খেলার আগে নাকি পাকিস্তানের ক্রিকেটাররা উদ্বেগের মধ্যে রয়েছেন। চাপের ম্যাচে তারা নিজেদের শান্ত রাখতে পারছেন না। ক্রিকেটারদের মনোবল বাড়াতেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন চেষ্টা।
এমনকি এই কারণেই পাকিস্তানের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে বলে বেশ কিছু ভারতীত গণমাধ্যম দাবি করেছে। যেখানে বলা হয়েছে, ভারত-পাকিস্তানের মধ্যকার সবশেষ ম্যাচ থেকে শুরু হওয়া করমর্দন-বিতর্ক নিয়ে প্রশ্ন এড়াতেই পাকিস্তান সংবাদ সম্মেলন করেনি।
এদিকে আবু ধাবি থেকে দুবাইয়ে যাতায়াত এবং গরমের কারণে শনিবার বেশিরভাগ ভারতীয় ক্রিকেটারই বিশ্রাম নিয়েছিলেন। ব্যতিক্রম ছিলেন শুভমান গিল। চলতি আসরে তিন ম্যাচে মাত্র ৩৫ রান করেছেন তিনি। তাই সময় পেয়েই নিজের ভুলত্রুটি শোধরানোর দিকে নজর দিয়েছেন এ ওপেনার। ভারতের আর কেউ সেভাবে অনুশীলন করেননি।
এসএস/এসএন