এশিয়া কাপে পরপর দুইবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান। যার মাধ্যমে নতুন বিতর্কের জন্ম দিয়েছে সালমান আঘার দল। প্রতিবেশি দেশটির এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন সুনীল গাভাস্কার। ভারতের সাবেক এই ক্রিকেটারের মতে, ‘বাধ্যতামূলক’ সংবাদ সম্মেলন না করা শাস্তি পাওয়ার মতো কাজ।
টুর্নামেন্টের গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলন বাতিল করে পাকিস্তান। সেই সময় ভারত-পাকিস্তান ম্যাচের ‘করমর্দন কাণ্ড’ ছিল আলোচনার কেন্দ্রে।যা নিয়ে বেশ ক্ষুব্ধ ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই বিতর্কের মাঝেই দুবাইয়ে রোববার (২১ সেপ্টেম্বর) সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে আবার ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।
নিয়ম অনুযায়ী, ম্যাচের আগের দিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পাকিস্তানের কোচ বা খেলোয়াড়দের একজনের দলের প্রতিনিধি হিসেবে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচ-পূর্ববর্তী সেই সংবাদ সম্মেলনে করেনি তারা। যা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। পাকিস্তানের এই সিদ্ধান্ত নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন গাভাস্কারও।
গাভাস্কার বলেন, “এমন সিদ্ধান্তের পেছনের ভাবনা কী সেটা আমি জানি না। তবে যতদূর জানি, সংবাদ সম্মেলন করা বাধ্যতামূলক। যদি দলগুলো সেটা না করে, আমি নিশ্চিত নই শাস্তি কী। তবে যদি কোনো শাস্তি থেকে থাকে, সেটা দেওয়া উচিৎ। বর্তমানে সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখা ও বিভিন্ন তথ্য দেওয়া গুরুত্বপূর্ণ।”
দলগুলোর স্বচ্ছতার প্রয়োজনীয়তা নিয়ে পাকিস্তানকে খোঁচা মেরে তিনি বলেন, “গণমাধ্যমের সঙ্গে খোলামেলা যোগাযোগ রাখা এখনও অপরিহার্য। কোনো সূত্র বা গুঞ্জনের উপর নির্ভর না করে দলগুলোকে তাদের দৃষ্টিভঙ্গি সরাসরি জানানো সবসময়ই ভালো। হয়তো পাকিস্তান মনে করছে, তাদের কিছু জানানোর নেই। সত্যি বলতে, সেটা অবাক করার মতো নয়।”
গাভাস্কার যোগ করেন, “এই ধরণের টুর্নামেন্টের জন্য এসিসির একটি পরিচালনা কমিটি আছে। তারা সম্ভবত কী ঘটছে তা জানতে চাইবে। নিয়মে যদি সংবাদ সম্মেলনে যোগদান করা বাধ্যতামূলক করা হয়, তাহলে সম্ভবত সামনে যদি কোনো দল সেটা না করে তাহলে তাদের থেকে পয়েন্ট কাটা যেতে পারে। এটা সামনে এগিয়ে যাওয়ার একটি কার্যকর উপায় হতে পারে।”
এসএস/এসএন