এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে বিসিসিআইয়ের নির্দেশ মেনে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় খেলোয়াড়রা। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা অভিযোগ তোলে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পরিস্থিতি সঠিকভাবে সামলাননি, এমনকি তাকে সরানোরও দাবি জানায়।
তবে আইসিসি শুধু যে এই অভিযোগ খারিজ করেছে তাই নয়, বরং সুপার ফোরে ভারত-পাকিস্তানের গুরুত্বপূর্ণ ম্যাচেও আবার পাইক্রফটকেই দায়িত্বে রেখেছে।
এই অবস্থায় সরব হয়েছেন ভারতের অভিজ্ঞ অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব শো ‘অ্যাশ কি বাত’-এ তিনি পাকিস্তানের প্রতিক্রিয়াকে অযৌক্তিক বলে আখ্যা দেন। অশ্বিনের ভাষায়, ‘অ্যান্ডি পাইক্রফট আসলে সবাইকে বিব্রতকর পরিস্থিতি থেকে রক্ষা করেছেন।
ভারতীয় দল আগেভাগেই জানিয়ে দিয়েছিল, তারা হাত মেলাবে না। নিয়ম মেনে তিনি সেটাই মেনে নিয়েছেন। এত নাটকের পর ম্যাচও হারলেন, তার পরও অভিযোগ তুলছেন কেন?’
পাকিস্তানের দাবি ছিল পাইক্রফট খেলোয়াড়দের জোর করে হাত মেলাতে পারতেন। বিষয়টিকে ব্যঙ্গ করে অশ্বিন বলেন, “তিনি তো স্কুলশিক্ষক নন যে গিয়ে কাউকে ধরে এনে বলবেন, ‘চল হাত মেলাও’।এটা তার দায়িত্ব নয়।”
অশ্বিন আরো বলেন, ভারতীয় ক্রিকেটাররা কেবল বোর্ডের নির্দেশ মেনেই চলেছে। এমন পরিস্থিতিতে রেফারির কোনো দায় নেই। পাকিস্তানের ক্ষমা চাওয়ার দাবিকে তিনি সরাসরি খারিজ করে দিয়ে যোগ করেন,‘যদি আমি পাইক্রফট হতাম, তবে উল্টো আপনারাই আমার কাছে ক্ষমা চাইতেন। আমি কিসের জন্য দুঃখ প্রকাশ করব? সূর্যকুমার যাদব হাত মেলাননি, তাই?
টিজে/টিএ