বাংলাদেশের কাছ থেকে পাকিস্তানকে শিখতে পরামর্শ কামরান আকমলের

পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। এবারের এশিয়া কাপেও তাদের দুর্বলতা স্পষ্ট। যদিও গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানকে হারিয়ে সুপার ফোরে ওঠেছে তারা, কিন্তু ভারতের কাছে হেরেছে বাজেভাবে। বলতে গেলে, প্রতিপক্ষ হিসেবে ওমান ও আমিরাত তুলনামূলক কিছুটা সহজই ছিল।

গত রোববার (১৪ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে যাচ্ছে তাই অবস্থা, কোনোমতে টেনেটুনে রান করেছিল ১২৭। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের কোনো পাত্তাই দেয়নি ভারতের ব্যাটাররা। ২৫ বল বাকি থাকতে ৭ উইকেটের জয় তুলে নেয় তারা। 
 
এক সপ্তাহ পর আজ (২১ সেপ্টেম্বর) রাতে ফের ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে পাকিস্তান। এ ম্যাচের আগে পাকিস্তানকে বাংলাদেশের কাছ থেকে শিখতে পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকমল। নিজের ইউটিউব চ্যানেলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের খেলার প্রশংসাও করেছেন সাবেক এই উইকেরটরক্ষক ব্যাটার। 
 
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। সুপার ফোরের প্রথম ম্যাচেই তাদের বিপক্ষে প্রতিশোধটা সুদে-আসলে উশুল করেছে টাইগাররা। শনিবার (২০ সেপ্টেম্বর) টসে হেরে আগে ব্যাট করে ১৬৯ রানের লক্ষ্য দিয়েছিলো লঙ্কানরা। সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ে জোড়া ফিফটিতে সেই ম্যাচ বাংলাদেশে জেতে ৪ উইকেটে। 
 
 
বলতে গেলে দল হিসেবেই ম্যাচটা জিতেছে বাংলাদেশ। মোস্তাফিজ ও মেহেদী হাসানরা দুর্দান্ত বোলিং করেছেন। ব্যাট হাতে দারুণ খেলেছেন সাইফ-হৃদয়রা। সব মিলিয়ে দারুণ একটা জয় তুলে নিয়েছে বাংলাদেশ। যে কারণে টাইগারদের প্রশংসায় ভাসিয়েছেন কামরান আকমল। 
 
ইউটিউব চ্যানেলে কামরান আকমল বলেছেন, ‘এই টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৯ রান তাড়া করা সহজ কাজ নয়। এটি বাংলাদেশ দলের জন্য একটি চমৎকার অর্জন। পুরো দল, অধিনায়ক ও ম্যানেজমেন্টকে তাদের দুর্দান্ত গেম প্ল্যান ও চমৎকার ক্রিকেটের জন্য অভিনন্দন। এটি বাংলাদেশ দলের জন্য একটি স্মরণীয় জয় হয়ে থাকবে। বাংলাদেশ দারুণ খেলেছে, দারুণ পরিকল্পনা ছিল।’ 
 
ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন সাইফ হাসান। ৪৫ বলে খেলেছেন ৬১ রানের দুর্দান্ত ইনিংস। অন্যদিকে তাওহীদ হৃদয়ও দারুণ ব্যাটিং করেছেন, ৩৭ বলে খেলেছেন ৫৮ রানের ইনিংস। কামরান আকমল বলেছেন, ‘সাইফ অসাধারণ ব্যাটিং করেছে, আগ্রাসী ও ইতিবাচক ক্রিকেট খেলেছে। তাওহীদ হৃদয়কে পেয়ে বাংলাদেশ ভালো একটা মিডল অর্ডার ব্যাটসম্যান পেয়েছে। বাংলাদেশ যেভাবে তাড়া করেছে, মনে হয়েছে কোনো চাপ নেই। ব্যাটিং দেখে মজা পেয়েছি।’ 
 
 
সুপার ফোরের ম্যাচের আগে পাকিস্তানকে বাংলাদেশের খেলার ধরন দেখে শেখার পরামর্শ দিয়েছেন কামরান। ‘পাকিস্তান দল কি তাদের সর্বশেষ হার থেকে কিছু শিখেছে? তারা কি ভেবেছে যে বাংলাদেশ আজ (গতকাল) কীভাবে ভালো ক্রিকেট খেলে শ্রীলঙ্কাকে হারিয়েছে? বাংলাদেশ শুধু কন্ডিশনের ওপর ভিত্তি করে ম্যাচ জেতেনি; বরং গেম অ্যাওয়ারনেস ও ভালো পরিকল্পনা দিয়ে জিতেছে।’ 
 
কামরান আরও বলেছেন, ‘বাংলাদেশ একটি ভালো প্লেয়িং একাদশ তৈরি করেছে। তারা মেহেদী হাসানকে খেলিয়ে বোলিংকে শক্তিশালী করেছে এবং একটি পরিপূর্ণ বোলিং ইউনিট নিয়ে খেলেছে। তাই পাকিস্তান দলকেও ভাবতে হবে। ভারত বিশ্বের এক নম্বর দল; আপনাকে আপনার ব্যাটিং ও বোলিংয়ে ভারসাম্য রাখতে হবে। আপনি মাত্র তিনজন বোলার নিয়ে খেলতে পারবেন না, শ্রীলঙ্কা চারজন নিয়ে খেলে ফেঁসে গেছে।’ 
 
টসে জিতলে ভারতের বিপক্ষে পাকিস্তানের আগে বোলিং করা উচিত বলে মনে করেন কামরান। ‘অভিষেক শর্মাকে প্রথম বা দ্বিতীয় ওভারে আউট করতে হবে। নইলে বড় একটা সেঞ্চুরি দেখতে হবে। টসে জিতে কী করতে হবে, এসবই বিবেচনা করতে হবে। রান তাড়ায় ভালো দিক হচ্ছে, শিশির একটি ফ্যাক্টর হয়ে ওঠে। তাই ভারত তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে রান তাড়া করতে চাইবে। যে কারণে পাকিস্তান টসে জিতলে প্রথমে বোলিং করা উচিত। যাতে ভারতের ব্যাটসম্যানদের দ্রুত আউট করা যায়।’

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
উত্তমকুমারের কাছেই শিখেছি সহঅভিনয়ের পাঠ: লিলি চক্রবর্তী Nov 06, 2025
img
স্ট্রাগল করতে করতে বয়স কেটে গেছে: রাখি সাওয়ান্ত Nov 06, 2025
img
এস আলমের লোকজন এখন নমিনেশন পাচ্ছেন : কর্নেল অলি Nov 06, 2025
img
প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দলের স্মারকলিপি দেবে আজ Nov 06, 2025
img
নিউইয়র্ক থাকবে অভিবাসীদের শহর হিসেবে, বললেন মামদানি Nov 06, 2025
img

সাদিক কায়েম

জুবায়ের ও সর্ব মিত্রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কালচারাল ফ্যাসিস্টরা Nov 06, 2025
img
ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে জয় ভারতীয় বংশোদ্ভূত মুসলিম হাশমির Nov 06, 2025
img
বড় বাজেটের ভিড়ে ‘দ্য তাজ স্টোরি'র বাজিমাত Nov 06, 2025
img
রোহিত শর্মা ও বিরাট কোহলি ‘ভারতের রোনালদো-মেসি' : রশিদ লতিফ Nov 06, 2025
img
অ্যাশেজে অস্ট্রেলিয়ার দল নিয়ে সমালোচনা সাবেক অজি অধিনায়ক স্টিভ ওয়াহর Nov 06, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Nov 06, 2025
নিউইয়র্কে নতুন ইতিহাস, জেন-জি ফার্স্ট লেডি রামা দুওয়াজি Nov 06, 2025
সিলেট-৫ আসনে ৩০ বছরের মধ্যে প্রার্থী নেই বিএনপির Nov 06, 2025
মনোনয়ন চাপে বিএনপি, বদল হতে পারে প্রার্থী তালিকা Nov 06, 2025
রাষ্ট্র সংস্কারের জায়গায় ফেল হলে চুপ থাকবো না: এসএম ফরহাদ Nov 06, 2025
আইনি নোটিশের পরও সমাধান হয়নি, মামলা দায়ের Nov 06, 2025
জন্মদিনের পোস্টে মেয়েকে শাসন করলেন শাহরুখ Nov 06, 2025
শাকিবের নেতৃত্বে ঢাকা ক্যাপিটালস এবারও হট ফেভারিট Nov 06, 2025
img
তারুণ্য নির্ভর ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির Nov 06, 2025
img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

হলান্ড ও ফোডেনের দুর্দান্ত গোল, ডর্টমুন্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি Nov 06, 2025