বিসিসিআইয়ের নতুন সভাপতি হচ্ছেন মিঠুন মানহাস!

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নেতৃত্বে আসছে বড় পরিবর্তন। দেশটির ক্রিকেটের সবচেয়ে বড় প্রশাসনিক পদে আসছে নতুন মুখ। সবকিছু ঠিক থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআইয়ের সভাপতি হতে যাচ্ছেন মিঠুন মানহাস। ঘরোয়া ক্রিকেটে দিল্লিকে নেতৃত্ব দিয়েছেন তিনি। জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালনার অভিজ্ঞতা আছে তার।

গত আগস্ট থেকে বিসিসিআইয়ের সভাপতি পদটি খালি রয়েছে। অন্তর্বর্তীকালীন হিসেবে এই দায়িত্ব পালন করে আসছিলেন সহ-সভাপতি রাজীব শুক্লা। সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত একমাত্র প্রার্থী হিসেবে মানহাসই আবেদন করেছেন। ফলে নির্বাচনের প্রয়োজন না-ও পড়তে পারে।

মানহাসের পাশাপাশি বোর্ডে আরেকজন সাবেক ক্রিকেটারকে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যেতে পারে। কর্ণাটক ও ভারতের সাবেক বাঁহাতি স্পিনার রঘুরাম ভাট বিসিসিআইয়ের সম্ভাব্য নতুন কোষাধ্যক্ষ হতে যাচ্ছেন। বর্তমানে তিনি কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আগামী অক্টোবরে ৪৬ বছরে পা দিতে যাওয়া মিঠুন মানহাস জম্মুতে জন্মগ্রহণ করেন। ২০১৫ সালে দিল্লির হয়ে দীর্ঘদিন খেলার পর তিনি জম্মু ও কাশ্মীর দলে যোগ দেন। ২০১৬ সালে অবসরে যাওয়ার পর সরাসরি কোচিংয়ে যুক্ত হন। বিসিসিআই কর্তৃক নিযুক্ত উপ-কমিটির সদস্য হিসেবে তিনি বর্তমানে জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালনা করছেন।

কোচ হিসেবে মানহাস বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন। আইপিএলে ছিলেন কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্সের কোচিং স্টাফে। ভারতের ঘরোয়া ক্রিকেটে একসময়ের পরিচিত মুখ মানহাস ১৫৭টি প্রথম শ্রেণির ম্যাচে করেছেন ৯,৭১৪ রান। এছাড়া ১৩০টি লিস্ট ‘এ’ ম্যাচে ৪,১২৬ রান এবং ৯১টি টি-টোয়েন্টি ম্যাচে ১,১৭০ রান রয়েছে তার ঝুলিতে।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, শনিবার দিল্লিতে বিসিসিআইয়ের এক অনানুষ্ঠানিক বৈঠকে মানহাসের নাম নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া, আইসিসি চেয়ারম্যান জয় শাহ, রাজীব শুক্লা, দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহান জেটলি এবং বিসিসিআইয়ের সাবেক সচিব নিরঞ্জন শাহ।

বিসিসিআই সচিব পদে দেবজিত সাইকিয়া এবং সহ-সভাপতি পদে রাজীব শুক্লা বহাল থাকছেন। বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৮ সেপ্টেম্বর, মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। রোববারের মধ্যে যদি নতুন কোনো মনোনয়ন না পড়ে, তবে দিল্লির এই বৈঠকে আলোচিত নামগুলোই চূড়ান্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন আরিফুল হক চৌধুরী Nov 06, 2025
img
চট্টগ্রামে বিএনপির ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫ Nov 06, 2025
img
বিএনপি প্রার্থীর সঙ্গে সাক্ষাতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত অন্তত ১০ Nov 06, 2025
img

২০২৬ বিশ্বকাপ

বিশ্বকাপের ২২ দেশের জার্সি প্রকাশ করল অ্যাডিডাস, আলোচনায় আর্জেন্টিনা Nov 06, 2025
img
আগামী প্রজন্মকে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় সমন্বিতভাবে গড়ে তুলতে চায় বিএনপি : আমিনুল হক Nov 06, 2025
img
শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা রয়ে গেছে : আলতাফ হোসেন চৌধুরী Nov 06, 2025
img
সালমানের বিরুদ্ধে বিজেপি নেতার মামলা Nov 06, 2025
img
গণসংযোগে নিহত সরওয়ার বিএনপির কেউ নন : আমীর খসরু Nov 06, 2025
img
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন বিএনপির ২৮ নেতাকর্মী Nov 05, 2025
img
ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে : বাবুল Nov 05, 2025
img
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর ওপর হামলার ঘটনায় নিন্দা অন্তর্বর্তীকালীন সরকারের Nov 05, 2025
img
কুসিকের বিএনপিপন্থি সাবেক কাউন্সিলররা সমর্থন জানালেন মনিরুল হককে Nov 05, 2025
img
রাতে ব্রুজের বিপক্ষে অনিশ্চিত লামিনে ইয়ামাল! Nov 05, 2025
img
মুঞ্জ্যা’র মূল চরিত্রে ভাবা হয়েছিল শ্রদ্ধা কাপুরকে! Nov 05, 2025
img
নেত্রকোনার নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার Nov 05, 2025
img
পদ্মার ন্যায্য পানি বণ্টনের দাবিতে বিএনপির সমাবেশ Nov 05, 2025
img
মামদানির সাফল্যে তার মায়ের বার্তা Nov 05, 2025
img
এনসিপি অচিরেই তাদের ভুল বুঝতে পারবে: মুনতাসির মাহমুদ Nov 05, 2025
img
নতুন অধ্যায়ের সন্ধানে শ্রীলীলা! Nov 05, 2025
img
পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করতে পারে রাশিয়া Nov 05, 2025