সিলেটে আলোচিত পাথর লুট-কাণ্ডের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া বহিষ্কৃত বিএনপি নেতা সাহাব উদ্দিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আমলি আদালত-৭ এর বিচারক ধ্রুব জ্যোতি পাল এ আবেদন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। তিনি বলেন, ‘রবিবার আদালতে উপস্থাপন করে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড চাইলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরের কুমারপাড়া এলাকা থেকে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। গ্রেপ্তারের পর রাতেই তাকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে।
সাহাব উদ্দিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। বেপরোয়া লুটপাটে সাদাপাথর পর্যটনকেন্দ্র নিঃশেষ হওয়ার ঘটনায় দেশব্যাপী তোলপাড় শুরু হলে গত ১১ আগস্ট কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাহাব উদ্দিনের সব দলীয় পদ স্থগিত করে বিএনপি।
এসএস/এসএন