সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। যেখানে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মুস্তাফিজুর রহমান। তার পারফরম্যান্সে মুগ্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওমর গুল-শোয়েব মালিকরা।
মুস্তাফিজকে নিয়ে গুল বলেন, 'আবুধাবিতে একরকম উইকেটে খেলা হয়েছে। আজ আরেকরকম উইকেটে খেলা হচ্ছে। কিন্তু মুস্তাফিজ তার অভিজ্ঞতা থেকে সেরাটা দিয়ে গেছে সবখানেই। তার ব্যাক অব দ্যা লেংথ ব্যবহার করেছে। এঙ্গেল করে হার্ড লেংথে বল ফেলেছে। উইকেটও পেয়েছে।'
'দুই দলের পেসারদের মধ্যে মুস্তাফিজ পুরোপুরি আলাদা ছিল। সে অসাধারণ বোলিং করেছে। তার হার্ড লেংথের এঙ্গেল করা ডেলিভারি ব্যাটাররা খেলতে পারেনি, তাকে মারতে পারেনি। আবার সে উইকেটও নিয়েছে।'-যোগ করেন তিনি।
মুস্তাফিজের বোলিংয়ের প্রশংস করেছেন শোয়েব মালিকও। তিনি বলেন, 'মুস্তাফিজের স্ট্রেংথ এটাই। সে সবসময় তার স্ট্রেংথ নিয়ে থাকে। সে মার খেলেও তার স্ট্রেংথ ঠিক রাখে। এর মানে হচ্ছে বছরের পর বছর সে তার স্কিল নিয়ে কাজ করেছে। তার অ্যাকশানও আনঅর্থোডক্স। এ কারণে সে অনেক কন্ডিশনে বোলিং করতে জানে। তার স্লোয়ার ভালো, হার্ড লেংথে ডেলিভারিও ভালো।'
এসএস/এসএন