গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা জিতেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। আজ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ওয়ারিয়র্সকে ৩ উইকেটে হারিয়েছে নিকোলাস পুরানের নেতৃত্বাধীন নাইট রাইডার্স।
গায়ানার দেওয়া ১৩১ রানের লক্ষ্য ২ ওভার ৩ উইকেট হাতে রেখে টপকে যায় নাইট রাইডার্স। এর মাধ্যমে সিপিএলে পঞ্চম শিরোপা জিতল দলটি।
এর আগে সর্বশেষ ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
রান তাড়ায় প্রথম দুই ওভারেই ২৫ রান তুলে ফেলেছিল নাইট রাইডার্স। এরপর বিনা উইকেটে ৩৩ থেকে ৫৪ রানে ৩উইকেটে পরিণত হয় দলটির স্কোর। এরপর ২ ছক্কার সুনীল নারিন ১৭ বলে ২২ রান করে যখন আউট হন স্কোর ৮৯।
এরপর কাইরন পোলার্ড নেমে ইমরান তাহিরকে ১ ওভারে তিন ছক্কা মারলে জয় নাগালে চলে আসে রাইডার্সদের। ১২ বলে ২১ রান করে পোলার্ড আউট হলেও ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন কিসি কার্টি-আকিল হোসেনরা।
এর আগে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ১৩০ রান করে গায়ানা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন ইফতিখার আহমেদ।
ডুয়াইন প্রিটোরিয়াসের ব্যাট থেকে আসে ২৫ রানের ইনিংস। নাইট রাইডার্সের হয়ে ২৫ রানে ৩ উইকেট নেন সৌরভ নেত্রবালকার।
২০১৭ সাল থেকে টানা চার মৌসুমে সিপিএল চ্যাম্পিয়ন হয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। তবে টানা সাফল্যের পর টানা ব্যর্থতায় ডুবে যায় দলটি। ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত মাত্র একবার ফাইনাল খেলা নাইট রাইডার্স অবশেষে পাঁচ বছর পর দেখা পেল পঞ্চম শিরোপার।
ইএ/এসএন