বার্সেলোনার ম্যাচে ফিলিস্তিনের পতাকা হাতে দর্শকের অনুপ্রবেশ
মোজো ডেস্ক 05:23PM, Sep 22, 2025
গতরাতে (২১ সেপ্টেম্বর) এস্তাদিও ইয়োহান ক্রুইফে গেতাফের বিপক্ষে সহজ জয় পেয়েছে স্বাগতিক বার্সেলোনা। ফেরান তোরেসের জোড়া গোল এবং দানি ওলমোর গোলে ভর করে ৩-০ গোলের জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বার্সার সহজ জয়ের ম্যাচে মাঠের একটি ঘটনা দৃষ্টি কেড়েছে অনেকেরই।
ঘটনাটি ম্যাচের দ্বিতীয়ার্ধে দানি ওলমোর গোলের সময় ঘটে। ম্যাচের ৬২ মিনিটে মার্কাস রাশফোর্ডের পাস থেকে চমৎকার ফিনিশিংয়ে বল জালে পাঠান এই স্প্যানিয়ার্ড। তার এই গোলে ব্যবধান ৩-০ হয়। গোল উদযাপনের মাঝেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। এক দর্শক ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে সোজা মাঠে ঢুকে পড়েন।
ক্যামেরায় মুহূর্তটা স্পষ্ট ধরা পড়ে। বার্সেলোনার খেলোয়াড়রা তখন গেতাফের ডিবক্সে আক্রমণে ব্যস্ত, তখনই দর্শকটি বিপরীত অর্ধে দৌড়ে প্রবেশ করেন, আর ঠিক সেই মুহূর্তে গোলটি হয়। নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে মাঠ থেকে বের করে দেন, তবে তার আগেই তিনি দৃষ্টি আকর্ষণে সমর্থ হয়।
এই ঘটনা সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ব্যানার ও পতাকা নিয়ে বাড়তি নিরাপত্তার নজরদারির আরেক উদাহরণ। কয়েক দিন আগে সান্তিয়াগো বের্নাব্যুতে মার্সেইয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগে সমর্থকদের কাছ থেকে ফিলিস্তিনি পতাকা বাজেয়াপ্ত করা হয়েছিল। একই ধরনের দৃশ্য দেখা গিয়েছিল ভুয়েলতা সিসলিস্তা আ এস্পানিয়াতেও।