ম্যাচ হেরেছি কিন্তু যুদ্ধে জিতেছি: হারিস রউফের স্ত্রী

ভারত-পাকিস্তানের বাইশগজের মহারণ শেষেও উত্তাপ থামছে না। এশিয়া কাপে পর পর দুইবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছে ভারত। প্রথম ম্যাচের পর কোনো মন্তব্য না করলেও সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আর চুপ থাকেননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। পাকিস্তানের কাটা ঘায়ে যেন এদিন যেন নুনের ছিঁটা দেন তিনি। ম্যাচ শেষে ভারতের অধিনায়ক বলেন, ভারত বনাম পাকিস্তান এখন আর কোনও লড়াই-ই নয়।

এদিকে, ম্যাচ চলাকালেও কম উত্তেজনা হয়নি। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ হবে আর কথার লড়াই হবে না এমন দৃশ্য বিরলই বলা চলে। সুপার ফোরের ম্যাচেও দেখা গেল দুই দলের ক্রিকেটারদের কথার লড়াই। যেখানে মাঠের মাঝেই তর্কে জড়ান ভারতের অভিষেক শর্মা ও পাকিস্তানের হারিস রউফ।

এদিকে, কখনও বন্দুক চালানোর কায়দায় উল্লাস, তো কখনও ভারতের যুদ্ধবিমান রাফাল ধ্বংসের মুহূর্ত দেখানো,  একের পর এক কর্মকাণ্ডে আলোচনায় পাকিস্তানি ক্রিকেটাররা। সর্বশেষ আসরে নামলেন রউফের স্ত্রী মুজনা মাসুদ মালিক। ভারতকে নিশানা করেছেন তিনি।



ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন ভারতের ইনিংস চলাকালীন বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন রউফ। তার পেছনে গ্যালারিতে বসে থাকা ভারতীয় সমর্থকরা ‘কোহলি, কোহলি’ বলে চিৎকার করেন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতকে জেতানোর পথে রউফের পর পর দুই বলে দুই ছক্কা মেরেছিলেন বিরাট কোহলি। সে কারণেই হয়তো কোহলির নাম করে রউফকে খোঁচা মারছিলেন ভারতীয় সমর্থকরা। তখনই সমর্থকদের দিকে তাকিয়ে রউফ এমনভাবে হাতের ইশারা করেন, যাতে দেখে মনে হয় বিমান উড়তে উড়তে ভেঙে পড়েছে। বেশ কয়েক বার একই কায়দায় ইশারা করে দেখান তিনি।

ভারতীয় সমর্থকদের দিকে তাকিয়ে হাতের আঙুল দিয়ে ‘৬-০’ দেখান রউফ। ম্যাচের আগে অনুশীলনেও তিনি ৬-০ বলে চিৎকার করেছিলেন। রউফ মুখে কিছু না বললেও তার ইশারা থেকে মনে হচ্ছে ভারতের যুদ্ধবিমান রাফাল ধ্বংসের কথা বোঝাতে চেয়েছেন তিনি। ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তান দাবি করেছিল ভারতের ছ’টি রাফাল ভেঙেছেন তারা। পাকিস্তানের ক্রিকেটারের সেই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেন মুজনা। সেখানে লেখেন, “ম্যাচ হেরেছি কিন্তু যুদ্ধ জিতেছি।” মুজনা বোঝাতে চেয়েছেন, পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে সংঘাত হয়েছিল তাতে জিতেছে পাকিস্তান।
 
প্রসঙ্গত, এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচের আগে থেকেই ক্রিকেটের বাইরের বিষয়ে চর্চা চলছিল। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা উচিত কি না তা নিয়ে কম আলোচনা হয়নি। গ্রুপ পর্বের ম্যাচে জয়ের পর ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাননি। যা নিয়েও অনেক বিতর্ক হয়েছে। সুপার ফোরের ম্যাচেও তার অন্যথা হয়নি। 

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দীপিকার পদত্যাগের পর ডায়ানার প্রশংসা Sep 22, 2025
‘প্রাসঙ্গিক প্রশ্ন, সুন্দর আলোচনা’ সুফিয়া কামাল সেমিনারে মুগ্ধ মিথিলা Sep 22, 2025
আগের কালচার ফেরাতে চাইনি বলে ভোটের পরের দিন মাঠে নামিনি: আবিদ Sep 22, 2025
img
মালয়ালম সিনেমায় প্রথম ৩০০ কোটি রুপির পথে 'লোকাহ' Sep 22, 2025
img
ভ্রাম্যমাণ টয়লেট ব্যবস্থাপনায় প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণে ৩ কর্মকর্তা Sep 22, 2025
img
দীপাবলির আগে 'থামা' মুক্তি নিয়ে উত্তেজনা Sep 22, 2025
img
লাখ ডলারের মার্কিন ভিসা ফি এড়াতে বিকল্প ভিসা চালু চীনের Sep 22, 2025
img
রাজনীতি দর-কষাকষির ব্যাপার : ওসমান হাদি Sep 22, 2025
img
সেপ্টেম্বরের ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২ বিলিয়ন ডলার Sep 22, 2025
শহরে নাগিন, আজমেরী হকের আগমন! Sep 22, 2025
নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে ছয় দল পাচ্ছে নিবন্ধন Sep 22, 2025
img
ভারতের কাছে হেরে সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান Sep 22, 2025
img
ফুটবলকে বিদায় জানাতে চলেছেন বুসকেটস Sep 22, 2025
img

নারী ক্রিকেট

বিশ্বকাপের পর ঘরোয়া ক্রিকেট থেকে বিরতিতে যাচ্ছেন জ্যোতি ! Sep 22, 2025
তাসনুভা তিশার কঠিন সিদ্ধান্ত: মানহীন কাজ নয়, ভালো কনটেন্টেই ভরসা Sep 22, 2025
কিম-ট্রাম্প বৈঠক: পারমাণবিক নিরস্ত্রীকরণের নতুন শর্ত Sep 22, 2025
নির্বাচনী হিসাব-নিকাশে একীভূত হওয়ার পথে এনসিপি-গণঅধিকার Sep 22, 2025
অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতার ব্যবস্থা করব Sep 22, 2025
img
‘সাবার’ ট্রেলার প্রকাশে নজর কাড়লেন মেহজাবীন Sep 22, 2025
img
বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের ৫ নির্দেশনা Sep 22, 2025