ভারতের প্রখ্যাত নির্মাতা প্রিয়দর্শন আনুষ্ঠানিকভাবে জানালেন, মালায়ালম সুপারস্টার মোহনলাল তাঁর আসন্ন বড় বাজেটের সিনেমা ‘হাইওয়ান’ এ বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করবেন।
ইতিমধ্যেই ছবিতে বলিউডের দুই শীর্ষ তারকা অক্ষয় কুমার ও সাইফ আলি খানকে নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে, আর মোহনলালের সংযোজন এই আগ্রহকে আরও বাড়িয়ে তুলেছে।
নির্মাতার ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, মোহনলালের এই বিশেষ চরিত্র কাহিনিতে ভিন্ন মাত্রা যোগ করবে। একই সঙ্গে এটি হবে প্রিয়দর্শন ও মোহনলালের দীর্ঘদিনের সহযোগিতার আরেকটি অধ্যায়।
তিন ভিন্ন ভিন্ন প্রজন্মের শক্তিশালী অভিনেতা মোহনলাল, অক্ষয় কুমার ও সাইফ আলি খান একসাথে বড় পর্দায় দেখা যাবে, যা দর্শকের জন্য এক বিরল অভিজ্ঞতা হতে যাচ্ছে। প্যান ইন্ডিয়া আঙ্গিকে নির্মিত এই ছবির গল্পে মোহনলালের ভূমিকা নিয়ে কৌতূহল এখন তুঙ্গে।
এমকে/টিএ