‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের আসন্ন পর্বগুলোতে থাকছেন না শিমুল শর্মা। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ইউনিট থেকেই এ খবর প্রথম জানা যায়। এরপর একজন শিল্পীও নিশ্চিত করেন আলোচিত এই ধারাবাহিকে শিমুল থাকছেন না। কিন্তু আসলেই কি শিমুল থাকছেন না? হ্যাঁ, কথা সত্য।
সেটা শিমুলই দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করলেন। আসন্ন পর্বগুলোতে শিমুলকে দেখা যাবে না। সোমবার বিকেলে শিমুল শর্মা দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘আমি ব্যাচেলর পয়েন্ট থেকে বিরতিতে যাচ্ছি। সামনে আমাকে ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকে দেখা যাবে না।
কাবিলা ভাইয়ের মা অসুস্থ, এ জন্য আমি নোয়াখালী চলে যাচ্ছি। তার মানে আমি আর নেই।’ তবে ব্যাচেলর পয়েন্ট থেকে দূরে সরে যাচ্ছেন না বলে জানালেন এই অভিনেতা। বললেন, ‘না, খুবই স্বাভাবিক নিয়মে আমি ব্যাচেলর পয়েন্টে থাকছি না।
গল্পের প্রয়োজনে আমাকে নোয়াখালী চলে যেতে হচ্ছে। আবার গল্পের প্রয়োজনে হয়তো আমি ঢাকা চলে আসব। তখন হয়তো আবার আমাকে দেখা যাবে।’ শিমুলের ব্যাচেলর পয়েন্টের নেপথ্যে না থাকার অন্য কোনো কারণ আছে কি না, এ বিষয়ে জানতে চাইলে শিমুল বলেন, ‘না না, অন্য কোনো কারণ নেই। বললাম তো, আমাকে হয়তো আবার দেখা যাবে। অন্য কোনো কারণ থাকলে তো আমি এভাবে বলতে পারতাম না। এইটুকু আমি বলতে পারি আমি ব্যাচেলর পয়েন্টের সঙ্গেই আছি।’
কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করে সবার কাছে পরিচিতি পেয়েছেন শিমুল শর্মা। এই সিরিয়ালে শিমুলকে দেখা যায় কাবিলার নোয়াখালীর ক্রাইম পার্টনার ও এলাকার ছোট ভাইয়ের চরিত্রে! শিমুল এখন নির্মাতা হিসেবেই ব্যস্ত সময় পার করছেন। নির্মাতা অমির সহকারী থেকে অভিনয়ে সুযোগ পেয়েছিলেন শিমুল। কদিন আগে ‘ব্যাচেলর পয়েন্ট’র সংবাদ সম্মেলনে অন্য শিল্পীরা থাকলেও ছিলেন না শিমুল, এমনকি সম্প্রতি প্রকাশিত পোস্টারগুলোতেও তিনি নেই! আর এর মধ্যেই জানা যায় শিমুল আর থাকছেন না।
এসএস/টিএ