সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। অন্যদিকে ফাইনালের পথ বেশ কঠিন হয়ে গেছে লঙ্কানদের। তবে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা। এই ম্যাচের আগেও বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনলেন লঙ্কান অধিনায়ক।
বাংলাদেশের বিপক্ষে হারলেও পাকিস্তানের বিপক্ষে জিতে ঘুরে দাঁড়াতে চায় লঙ্কানরা। শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা মনে করেন, বাংলাদেশের বিপক্ষে তারা বাজেভাবে হেরেছে। তবে এখান থেকে ফেরার সামর্থ্য আছে তাদের।
তিনি বলেন, 'হ্যাঁ, আমরা সবাই জানি ম্যাচটা আমাদের জিততেই হবে। সুপার ফোরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, কারণ গত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আমরা বাজেভাবে হেরেছি। কিন্তু আমার মনে হয় বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচটা ভুলে যেতে হবে এবং সামনের ম্যাচগুলো নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা যদি পরের দুটি ম্যাচ জিততে পারি, তাহলে সহজেই ফাইনালে উঠতে পারব।'
বাংলাদেশের বিপক্ষে দুবাইতে খেলেছিল শ্রীলঙ্কা। তবে এবার আবুধাবিতে মাঠে নামছে তারা। আসালাঙ্কা বলেন, 'হ্যাঁ, আবুধাবির উইকেটের কথা যদি বলি, তাহলে দুবাইয়ের চেয়ে খানিকটা শুষ্ক। এটা স্পিনারদের চেয়ে ব্যাটিং এবং পেস বোলারদের জন্য বেশি সহায়ক। এজন্য আমার মনে হয় আবুধাবির উইকেটে খানিকটা বাউন্স থাকবে। আমি আশা করছি পেসারদের জন্য ভালো সুযোগ থাকবে।'
'বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে আমাদের পেসাররা দুই ওভারে ২ উইকেট নিয়েছিল, যদিও এটা খুবই বিরল। তবে পরের ম্যাচে উইকেট যদি ভালো হয়, তাহলে আমরা এমন কিছু আশা করতে পারি। আমরা এখনো উইকেট দেখিনি, কারণ আজ রাতে আমরা পিচ রিপোর্ট পাব। স্বাভাবিকভাবে দুবাইয়ের চেয়ে আবুধাবির উইকেট ভালো।'-যোগ করেন তিনি।
পিএ/টিএ