ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছেন লিটন দাস। চোটে পাওয়ার পর আর ব্যাটিং করেননি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। চোটে পড়লেও লিটনকে নিয়ে খুব বেশি দুশ্চিন্তা নেই। জানা গেছে, ডানহাতি উইকেটকিপার ব্যাটারের চোট খুব বেশি গুরুতর নয়।
সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এমন জয়ে এশিয়া কাপের ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়েছেন টাইগাররা। শেষ দুই ম্যাচে লিটনদের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। দুই ম্যাচের যেকোন একটিতে জিততে পারলেই ফাইনালের টিকিট প্রায় কনফার্ম হবে তাদের।
২৪ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুশীলন করেছে ক্রিকেটাররা। অনুশীলনে এসে নিজের সহজাত ব্যাটিংই করছিলেন লিটন। দুর্দান্ত সব শটে নিজেকে প্রস্তুত করছিলেন ভারত ম্যাচের জন্য।
ব্যাটিং করার সময় হঠাৎ করেই সাইড স্ট্রেইনের চোট পান লিটন। ব্যাটিং থামিয়ে সামলে ওঠার চেষ্টা করলেও সেটা পারেননি। পরবর্তীতে ফিজিও বায়েজিদুল ইসলাম এসে তাকে ব্যাটিং নেটের বাইরে নিয়ে গেছেন এবং প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। যদিও আর ব্যাটিংয়ে ফেরেননি ডানহাতি এই ব্যাটার। সতর্কতার স্বার্থে বাইরে বসে সতীর্থদের অনুশীলন দেখেছেন লিটন।
পরবর্তীতে পুরো দলের সঙ্গেই মাঠ ছেড়েছেন তিনি। অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলা শেখ মেহেদী অবশ্য কোনো আপডেট দিতে পারেননি। লিটনের চোট নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি এসব কিছু জানি না। আমি অনুশীলন করছিলাম।’ খোঁজ নিয়ে জানা গেছেন, বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের চোট খুব বেশি গুরুতর নয়। এমনটা হলে স্বাভাবিকভাবেই ভারত ম্যাচে পাওয়া যাবে তাকে।
পিএ/টিএ