আগামী বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছে আইএমজি, আগেই জানা গিয়েছিল। সবশেষ গতকাল বোর্ড মিটিং শেষে পরিচালক ইফতেখার রহমান মিঠু জানালেন, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তিন বছরের জন্য, তবে এখনো চুক্তি স্বাক্ষর হয়নি।
মিঠু বলেন, 'বিপিএলে আইএমজিকে তিন বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এখন ফার্স্ট কিক অফ মিটিং হয়েছে। আর চুক্তিটা আমরা এখন স্বাক্ষর করব। আমরা অফিশিয়ালি ওদেরকে দায়িত্ব দিয়েছি কিন্তু চুক্তি এখনো আলোচনায় আছে।'
চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারিতে বিপিএল আয়োজনের লক্ষ্য নির্ধারণ করেছে বিসিবি। মিঠু বলেন, 'আমরা টার্গেট করছি ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল হবে।
এখানে অনেক অনেক কাজ আছে। সেটা পরবর্তী বোর্ডের উপর বর্তাবে। সবকিছু প্রস্তুত করা শুরু হয়ে গেছে। পরবর্তী বোর্ড এসে সিদ্ধান্ত নেবে। যদিও টার্গেটিং টাইমটাও আমরা করে ঠিক দিয়েছি ডিসেম্বর-জানুয়ারি। বাকি কিছু কাজ আগিয়ে এগিয়ে রেখে আমরা যাচ্ছি।'
এছাড়া বিপিএলের খেলাপকারী দলের বকেয়া অর্থ নিয়ে মিঠু বলেন, 'আরেকটা হচ্ছে যে আমাদের টোটাল আউটস্ট্যান্ডিং আছে প্রায় ৪০ কোটি। আর বিপিএলের আপনারা জানেন আমরা একটা বিপিএলের খেলাপকারীর তালিকা আমরা দিতে চেয়েছিলাম। যাদের সাথে আমাদের সালিশ শুরু হয়ে গেছে, চলছে।'
পরে খেলাপকারীর তালিকাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে- বরিশাল বার্নার্স, চিটাগং কিংস, ঢাকা গ্ল্যাডিয়েটর্স, খুলনা রয়্যাল বেঙ্গল, দুরন্ত রাজশাহী, সিলেট রয়্যালস, সিলেট সুপারস্টার, বরিশাল বুলস, সিলেট সিক্সার্স, রাজশাহী কিংস, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট সানরাইজার্স, ঢাকা ডমিনেটর্স, দুরন্ত ঢাকা, দুর্বার রাজশাহী এবং ডেল্টা স্পোর্টস (চিটাগং)। সবমিলিয়ে মোট ১৮টি দল ও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিসিবির সালিশ প্রক্রিয়া চলমান রয়েছে।
ইএ/এসএন