ব্যালন ডি’অরের মঞ্চে শেষ পর্যন্ত উসমান দেম্বেলের হাতে উঠল বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কার। তবে এমন ফলাফলে সন্তুষ্ট নন লামিন ইয়ামালের বাবা মুনির নাসরাওয়ি। তার দাবি, ইয়ামালের এ পুরস্কার না পাওয়াটা ‘খুবই অদ্ভুত’ এক ঘটনা।
নাসরাওয়ি বলেন, ‘আমাদের বলতে হবে, এখানে কিছু একটা খুবই অদ্ভুত ঘটেছে।
আমি এটাকে ডাকাতি বলব না, তবে এটা একজন মানুষের জন্য সবচেয়ে বড় মানসিক ক্ষতি।’
নিজ ছেলের প্রতি আস্থায় তিনি আরো যোগ করেন, ‘লামিনে নিঃসন্দেহে বিশ্বের সেরা ফুটবলার। অনেক ব্যবধান নিয়েই সে সবার সেরা। এটা শুধু আমার ছেলে বলেই বলছি না, বরং কারণ ও সত্যিই বিশ্বের সেরা।
আমার মনে হয় না তার কোনো প্রতিদ্বন্দ্বী আছে।’
স্প্যানিশ ফুটবল সমর্থকদের প্রতিশ্রুতি দিয়ে ইয়ামালের বাবা বলেন, ‘স্পেনের সবার প্রতি শুভেচ্ছা রইল। আগামী বছর ব্যালন ডি’অর হবে স্প্যানিশ।’
ইএ/এসএন