ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম তাঁর দলের দলীয় প্রতীক হাতপাখায় ভোট চেয়ে বলেছেন, একটি বারের জন্য হাত পাখাকে পরীক্ষা করুন, ঠকবেন না জিতবেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ায় দলের এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।
মুফতি ফয়জুল করীম দেশে ইসলামী হুকুমত কায়েমের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, ঘুষ খোর, চোর, ডাকাত, ধর্ষকরা ইসলামকে ভয় পায়। কিন্তু তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ ইসলামী হুকুমত কায়েম হলে মানুষের মন থেকে অপরাধ প্রবণতা চলে যাবে। কারও চুরি বা অন্য কোনো অপরাধ করার প্রয়োজন হবে না। কারণ আজ যে চোর স্ত্রী ও সন্তানদের ক্ষুধা মেটানোর জন্য চুরি করছে ইসলামী হুকুমত কায়েম হলে তাদের চুরি করার প্রয়োজন হবে না। কারণ রাষ্ট্রই তাদের ক্ষুধা নিবারণের দায়িত্ব নেবে।’
স্থানীয় শহীদ খোকন পার্কে অনুষ্ঠিত জনসভায় অন্য বক্তারা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করলেও প্রধান অতিথি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এ বিষয়ে কোনো কথা বলেন নি।
বরং তিনি তাঁর বক্তব্য শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বগুড়ার ৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বগুড়া জেলা শাখার সভাপতি আ.ন.ম মামুনুর রশিদের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় নেতা আব্দুল হক আজাদ, জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদের বগুড়া জেলা সভাপতি আব্দুল মতিন।
এবি/টিএ