রুপার দামেও নতুন রেকর্ড, ভরিপ্রতি কত?

স্বর্ণের পর এবার দেশের বাজারে বেড়েছে রুপার দামও। ভরিতে ১৫২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬২৮ টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে রুপার মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ৩ হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২২৮ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, রুপার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে সবশেষ চলতি বছরের ১৬ সেপ্টেম্বর সমন্বয় করা হয়েছিল রুপার দাম। সে সময় ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬৬৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ৩ হাজার ৪৭৬ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩১৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ১৩৫ টাকা। যা কার্যকর হয়েছিল গত ১৭ সেপ্টেম্বর থেকে।

এ নিয়ে চলতি বছর চতুর্থ বারের মতো সমন্বয় করা হলো রুপার দাম। এর মধ্যে বেড়েছে ৩ বার, আর কমেছে ১ বার। আর গত বছর সমন্বয় করা হয়েছিল ৩ বার।

এদিকে, ভরিতে ৩ হাজার ৬৬৩ টাকা বাড়িয়ে একভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা নির্ধারণ করেছে বাজুস। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩২ হাজার ৩৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর মোট ৫৭ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৪০ বার, আর কমেছে মাত্র ১৭ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

এবি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ড. মুহাম্মদ ইউনূসের অধীনে কারো নির্বাচনে যাওয়া উচিত না : ফজলুর রহমান Sep 24, 2025
img
৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করলেন শাহরুখ খান Sep 23, 2025
img
এনসিপির মতো জনসমর্থনহীন দলকে যুক্তরাষ্ট্রে নেওয়া উচিত হয়নি : হাফিজ উদ্দিন Sep 23, 2025
চীনে সুপার টাইফুন রাগাসার হানা, স্কুল-অফিস বন্ধ! Sep 23, 2025
বাদীর করা মামলায় খালাতো ভাইকে স্বামী দেখালেও জামিন পেলেন না হালিমা Sep 23, 2025
বিমানবন্দরে ফখরুল ও তাহেরকে নিয়ে বিএনপি জামায়াত অনুসারীদের উল্লাস Sep 23, 2025
মির্জা ফখরুলের বক্তব্যেরে নিন্দা জানিয়ে যে বিবৃতি দিলো জামায়াত Sep 23, 2025
ব্যথানাশক ওষুধ নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা, চিকিৎসকদের তীব্র প্রতিক্রিয়া Sep 23, 2025
ব্যাচেলর পয়েন্টে শিমুল অনুপস্থিত, লামিয়ার বক্তব্য! Sep 23, 2025
img
শ্রীপুরে কারখানা ও কলোনিতে আগুন Sep 23, 2025
গুজবে ভরা মৃত্যুর গল্প, এবার সত্যি বললেন শেফালির স্বামী Sep 23, 2025
img
কিংসের হোঁচট, পিছিয়ে পড়েও জিতল মোহামেডান Sep 23, 2025
তাহসান-মিথিলার গল্প পুরনো, এখন আলোচনায় তাদের আলাদা পথচলা Sep 23, 2025
img
জাতিসংঘে দীর্ঘতম ভাষণের রেকর্ড গড়লেন ট্রাম্প Sep 23, 2025
img
বগুড়ায় ৬ পুলিশ প্রত্যাহার Sep 23, 2025
রেকর্ড নয়, মাঠে লড়াইয়ে বিশ্বাস বাংলাদেশ দলের Sep 23, 2025
ভারতের বিপক্ষে হার নয়, ফাইনালের দিকেই তাকিয়ে পাকিস্তান Sep 23, 2025
ব্যালন ডি'অরের মঞ্চে পিএসজি ও আর্সেনাল! Sep 23, 2025
আওয়ামী লীগ সহ শরিকেরা সবাই, নির্বাচনে অংশ নিক: ফখরুল Sep 23, 2025
img
ট্রাম্পের গাড়িবহর আসবে তাই মাক্রোঁর রাস্তা আটকে দিল পুলিশ Sep 23, 2025