গাজীপুরের শ্রীপুরে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার বারোতোপা এলাকায় একটি পোশাক কারখানার স্টোরে আগুন লাগার এক ঘণ্টা পরেই গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় একটি আবাসিক কলোনিতে আগুন লাগে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, বারোতোপা এলাকায় পোশাক কারখানার স্টোরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে তৎপরতা চালিয়ে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণ করেন।
এ ঘটনার এক ঘণ্টা পর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় রানা শাখাওয়াত নামে এক ব্যক্তির আবাসিক কলোনিতে আগুনের সূত্রপাত ঘটে। আগুন দেখে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দেন। শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিট তৎপরতা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। অগ্নিকাণ্ডে ওই কলোনির ১০ কক্ষ ও দুটি দোকান পুড়ে যায়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, দুটি স্থানে এক ঘণ্টার ব্যবধানে আগুন লাগে। খবর পেয়ে আমাদের ইউনিট সেখানে তৎপরতা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির তদন্ত চলমান রয়েছে।
ইউটি/টিএ