বলিউডে নতুন করে ঝড় তুলছেন তামান্না ভাটিয়া। বয়স যখন ৩৫, তখন অনেক অভিনেত্রীর জন্যই কাজের সুযোগ কমে আসে। কিন্তু তামান্নার ক্ষেত্রে ঘটেছে উল্টো। তিনি এখন আগের চেয়ে অনেক বেশি ব্যস্ত—ফিল্ম, ওয়েব সিরিজ থেকে শুরু করে হাই-ভোল্টেজ আইটেম গানে সমানতালে কাজ করছেন।
যিনি একসময় গ্ল্যামারে বরাবরই সংযত ছিলেন, সেই তামান্না এখন সাহসী চরিত্র ও স্টাইলিশ ডান্স নাম্বারে মাতাচ্ছেন দর্শককে। সম্প্রতি মুক্তি পাওয়া রেইড ২ ছবির ‘নাশা’ কিংবা ব্যাডস অফ বলিউড-এর ‘গফুর’ গান দুটো ভাইরাল হয়ে গেছে। তাঁর নাচ, এনার্জি আর স্ক্রিন প্রেজেন্সে মুগ্ধ ভক্তরা।
তামান্নার আত্মবিশ্বাস, ফিটনেস আর গ্ল্যামার কোশেন্ট তাঁকে শুধু বিশেষ গানের জন্যই নয়, বড় বাজেটের প্রযোজনারও অন্যতম প্রথম পছন্দ করে তুলেছে। প্রযোজকেরা তাঁর জন্য বাড়তি সম্মানী দিতে দ্বিধা করছেন না। এভাবেই তিনি প্রমাণ করছেন, বয়সের গণ্ডি ভেঙেও তারকাখ্যাতি টিকে থাকে প্রতিভা ও উপস্থিতির জোরে।
তামান্না ভাটিয়া যেন বলিউডে স্টারডম ও দীর্ঘস্থায়িত্বের সংজ্ঞাই বদলে দিচ্ছেন।
এসএন