রাজনৈতিকভাবে পরাস্থ হয়ে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা ডিম ছোড়ার মত অপকর্ম করছে। এগুলো তাদের ভবিষ্যতকে আরও অনিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
এর আগে, ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে আমীর খসরু বলেন, আগামী দিনে মা ও শিশু হাসপাতালকে ইউনিভার্সিটিতে রূপান্তর করে স্বাস্থ্য সেবার পরিধি বিস্তৃত করার পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেয়া হবে বলেও জানান তিনি।
বিদেশে গিয়ে দেশের মানুষ যে চিকিৎসা নেয়; সেটা বন্ধ করতে নতুন ডাক্তারদের ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ইউটি/টিএ