ঘরের মাঠে খেলার স্বপ্ন ভঙ্গ বার্সেলোনার

ঘরের মাঠে ফেরার স্বপ্ন আবারও ভেঙ্গে গেলো বার্সেলোনার। প্রশাসনিক অনুমতি না পাওয়ায়, আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটাও ন্যু ক্যাম্পে খেলতে পারবে না কাতালুনিয়ানরা। ক'দিন আগে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি ম্যাচের জন্য চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর, এবার লা লিগার ম্যাচ আয়োজনেও অনুমতি পেলো না বার্সা কর্তৃপক্ষ।

১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দুই দফায় ন্যু ক্যাম্পে সংস্কার কাজ করেছে কাতালুনিয়ান কর্তৃপক্ষ। ১৯৮২ সালে একবার আর ২০২৩ সালে আরেকবার। কিন্তু দ্বিতীয় দফার এই সংস্কার কাজ হাতে নিয়েই যেন সবচেয় বড় ভুল করে ফেলেছে বার্সা ম্যানেজমেন্ট। কারণ, সেই ২০২৩ এ শুরু হওয়া সংস্কার যে শেষ হয়নি এখনও।

২০২৫ এর সেপ্টেম্বর শেষ হয়ে অক্টোবর চলে এলেও, কবে নাগাদ এই স্টেডিয়াম ম্যাচ আয়োজনের জন্য প্রস্তত হবে তা বলতে পারছে না লাপোর্তা প্রশাসন। কয়েক দফায় কাজ শেষ করার দাবি করলেও, বারবারই ভিন্ন ভিন্ন কারণে সংস্কার কাজকে পাশ মার্ক দেয়নি স্থানীয় প্রশাসন। যে কারণে নিজেদের ঘরের মাঠে আজও ব্রাত্য ক্লাব বার্সেলোনা।



কিন্তু চলতি মৌসুম শুরুর আগে জানানো হয়েছিলো, স্থানীয় প্রশাসনের চাহিদা মোতাবেক এন্ট্রি পয়েন্টের নিরাপত্তা ব্যবস্থার কাজ শেষ হলেই ম্যাচ আয়োজনের অনুমতি পাবে বার্সেলোনা। কিন্তু মৌসুম শুরু হয়ে ৬ ম্যাচ শেষ হয়ে গেলেও, এখনও আগের অবস্থাতেই পড়ে আছে ন্যু ক্যাম্প।

আগামী রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটি নিজেদের হোম ভেন্যূতে খেলতে প্রাণান্তকর চেষ্টা করেছিলো বার্সেলোনা কর্তৃপক্ষ। পুরো কাজ শেষ না হলেও ২৭ হাজার দর্শক ধারণক্ষমতা নিয়েই ফিরতে চেয়েছিলো তারা। কিন্তু এবারও বাঁধা দিয়েছে বার্সেলোনা সিটি কাউন্সিল। সেই একই নিরাপত্তার ঘাটতির কারণে মাঠ ব্যবহারের লাইসেন্স দিতে অস্বীকৃতি জানিয়েছে তারা। কাউন্সিলের দাবি, মাঠের এক্সিট, সিড়ি, বিভিন্ন ট্রাফিক সাইন এবং যানবাহনের প্রবেশ পথে কাঠামোগত ত্রুটি রয়ে গেছে। যা এখনও ঠিক করা হয়নি।

সমস্যাগুলো ছোট এবং দ্রুত সমাধান যোগ্য হলেও বার্সেলোনাকে কোনো অবস্থাতেই আগেভাগে অনুমতি দিতে রাজি নয় কাউন্সিল। আর যে কারণে হাজার চেষ্টা করেও রোববারের ম্যাচটা তাদের খেলতে হবে এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিতে। এ ঘটনায় বেশ মর্মাহত বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট এলেনা ফোর্ট। দ্রুততম সময়ের মধ্যে ন্যু ক্যাম্পে ম্যাচ ফেরানোর প্রতিশ্রুতি দিলেন সমর্থকদের।

বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট এলেনা ফোর্ট বলেন, 'আমরা উয়েফার নিয়ম মেনেই সব কাজ করেছি। কিন্তু তারপরও কেন যেন বারবার কাউন্সিল আমাদের ফিরিয়ে দিচ্ছে। তারা যে চাহিদা দিয়েছে, আমরা সেগুলোও পূরণ করেছি। চেয়েছিলাম এ রোববারের ম্যাচ দিয়েই ফিরবো। কিন্তু সেটা হচ্ছে না। সমর্থকদের কাছে আমি কথা দিচ্ছি, আমরা দ্রুতই ন্যু ক্যাম্পে ফিরবো।' শুধু লা লিগা নয় বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ ভেন্যুও বদলে গেছে এই ঝামেলায়। পহেলা অক্টোবর পিএসজির বিপক্ষে নিজেদের হোম ম্যাচটাও মন্টজুইকে খেলতে হবে বার্সেলোনাকে।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শাপলা প্রতীকের ক্ষেত্রে আমরা শতভাগ সিরিয়াস : সারোয়ার তুষার Sep 25, 2025
img
ইরান কখনো অন্যায়ের সামনে মাথানত করবে না : মাসউদ পেজেশকিয়ান Sep 25, 2025
img
বিশ্বের দ্বিতীয় ধনীর ৯৫% সম্পদ বিতরণের ঘোষণা Sep 25, 2025
img
সবাইকে ধন্যবাদ জানালেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি Sep 25, 2025
img
শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি: ডা. জাহিদ Sep 25, 2025
img
এস আলম ও তার ২ ভাইয়ের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ Sep 25, 2025
img
যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ Sep 25, 2025
img
ইইউর কমিশনারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক Sep 25, 2025
img
পশ্চিম তীর দখলের চেষ্টা হবে যুক্তরাষ্ট্রের জন্য ‘লাল রেখা’ অতিক্রম : ফ্রান্স Sep 25, 2025
img
প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ১৯৮ কোটি টাকা Sep 25, 2025
img
নিউ ইয়র্কে বিমানবন্দরে ডিম নিক্ষেপ, কারণ জানালেন জামায়াত নেতা ডা. তাহের Sep 25, 2025
img
‘মহা জাদু’ গানে দর্শক মাতাবেন হাবিব ওয়াহিদ Sep 25, 2025
img
শেহবাজ ও আসিম মুনিরের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বসছেন ট্রাম্প Sep 25, 2025
img
আরিয়ানের সিরিজে ভাইরাল ববি দেওলের ২৮ বছর আগের গান Sep 25, 2025
img
কিউবায় প্রায় কোনো অটিজম নেই, দাবি ট্রাম্পের Sep 25, 2025
img
অধ্যাদেশে ভোটের সুযোগ পেল নেপালের জেন জি প্রজন্ম Sep 25, 2025
img
হারিস-ফারহানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ বিসিসিআই-এর Sep 25, 2025
img
ঘোষণা ছাড়াই বাজারে বেড়েছে খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম Sep 25, 2025
img
গাজায় যুদ্ধবিরতির নতুন পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প Sep 25, 2025
img
এখন সময় বিএনপির, বললেন মির্জা ফখরুল Sep 25, 2025