পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক বাংলাদেশের বিপক্ষে আজকের ‘অলিখিত সেমিফাইনাল’-এর আগে পাকিস্তান দলকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। এই ম্যাচের বিজয়ী দল রবিবার ভারতের সঙ্গে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে। একটি স্থানীয় ক্রীড়া প্ল্যাটফরমকে দেওয়া সাক্ষাৎকারে মিসবাহ দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন এবং শুধু বাংলাদেশ ম্যাচে ফোকাস না করার পরামর্শ দিয়েছেন।
মিসবাহ একটি স্থানীয় ক্রীড়া প্ল্যাটফরমে বলেন, ‘চূড়ান্ত লক্ষ্য কী তা ভাবতেই হবে। যদি শুধু আগামী ম্যাচ জেতার দিকে তাকাই, তাহলে ফাইনালে একই বোলিং আক্রমণ ব্যবহার করা সম্ভব নয়। বিশেষজ্ঞ বোলার প্রয়োজন হবে।’
তিনি আরো বলেন, ফাইনালে ভারতের বিপক্ষে অতিরিক্ত ফাস্ট বোলার থাকা জরুরি। ‘নতুন বল হারিস রউফকে দেওয়া যেতে পারে, তবে তৃতীয় ফাস্ট বোলার থাকা ভালো হবে। ফাহিম আশরাফ শাহীনের সঙ্গে নতুন বলের জন্য কার্যকর বিকল্প হতে পারেন, বিশেষ করে বাঁ-হাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে।’
মিসবাহ সতর্ক করেছেন যে ফাইনালের জন্য পাকিস্তানকে বোলিং কম্বিনেশন পুনর্বিবেচনা করতে হবে। তিনি বলেন, ‘ফাহিমও বল করতে আসতে পারে, কিন্তু ফাইনালের জন্য আপনাকে আবার ভাবতে হবে।’ পাকিস্তান আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের মুখোমুখি হবে। বিজয়ী দল ফাইনালে ভারতের সঙ্গে খেলবে। ভারত ইতিমধ্যে সুপার ফোরে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে।
এসএস/এসএন