রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘এতদিন পর্যন্ত আওয়ামী লীগ যখন রাস্তায় মিছিল নিয়ে নেমেছে ছাত্রদল, যুবদল বা বিএনপির লোকজন সেটাকে প্রটেক্ট করেছে, সেটাকে থামিয়েছে। কখনো কখনো কিছু হালকা আঘাত করেছে। করে পুলিশের হাতে হস্তান্তর করেছে। জামায়াতকে-এনসিপিকে কখনো এ ধরনের মিছিল থামাতে দেখা যায়নি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের অন্যায় অবিচারের বিরুদ্ধে যে মামলা হচ্ছে এগুলো মূলত বিএনপির লোকজন করছেন, হওয়ারই কথা। আমরা এখন জামায়াতের এই শেষ মুহূর্তে এসে তাদের ভূমিকার কথা দেখছি।’
তিনি আরো বলেন, ‘জামায়াত তো আসলে ১৪-১৫ সালের পর পুরোপুরি থেমে গিয়েছিল।
তারা খুবই টাফভাবে মাঠে ছিল, যখন তাদের নেতাদের ফাঁসি দিচ্ছিলেন শেখ হাসিনা। এরপর জামায়াত একেবারে শেখ হাসিনার কথা মতো তিনি যা যা চেয়েছেন তাই তাই করেছে, একেবারে চুপ হয়ে গেছে। কোনোদিন কোথাও কোনোভাবে কোনো কঠোর অবস্থান নিতে দেখিনি।’
এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, ‘বিএনপির সঙ্গে জামায়াতের একরকম ছাড়াছাড়ি রয়েছে।
মানলাম বিএনপি জামায়াতকে ইগনোর করে চলতে শুরু করেছে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কি জামায়াতের কোনো অভিযোগ নাই? তার বিরুদ্ধে জামায়াত কি স্বতন্ত্রভাবে কোনো মুভমেন্ট করতে পারতো না? করেনি তো।’
তিনি বলেন, ‘২৮ অক্টোবর ২০২৩, বিএনপির ওপরে যেদিন মারাত্মক ক্র্যাকডাউন হলো, সেদিন জামায়াত সুখে শান্তিতে সমাবেশ করে বাড়ি ফিরে গিয়েছিল। মনে আছে আমাদের নিশ্চয়ই। তার মানে জামায়াতের ওপরে অন্যায় নিপীড়ন একটা পর্যায়ে এসে থেমে গেছে, কারণ জামায়াত চুপ হয়ে গিয়েছিল।
এসএন