চলমান এশিয়া কাপে বেশ কয়েকবার ইনিংসের প্রথম বলেই চার বা ছক্কা হাঁকিয়েছেন অভিষেক শর্মা। যেন প্রথম বলেই প্রতিপক্ষকে বুঝিয়ে দিয়েছেন, কীভাবে খেলবেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধেও ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন অভিষেক। এই ম্যাচে যদিও শুরুতে একটু ধীরস্থির হয়ে খেলেছিলেন। তবে তার ৩৭ বলে ৭৫ রানের ইনিংসে ভর করেই জয়ের পুঁজি পায় ভারত।
কেন প্রথম বলেই চার-ছক্কা মারেন অভিষেক, সেই রহস্য ফাঁস করেছেন তিনি নিজেই। বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত। এদিন প্রথম তিন ওভার ধরে খেলেছেন অভিষেক। তিনি প্রথম বলে ছক্কা না মারায় দুঃখ পেয়েছেন ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। ম্যাচের সেরার পুরস্কার পাওয়ার পর তাই অভিষেককে বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন তিনি।
মাঞ্জরেকার জিজ্ঞাসা করেন, কেন প্রথম বলে বড় শট খেলেন অভিষেক। জবাবে ভারতীয় ব্যাটার বলেন, “আমি আগে থেকে খুব একটা ভাবি না। ব্যাট করতে নেমে বল দেখে খেলি। আমার ব্যাটের কাছে বল পড়লে আমি বড় শট মারব। সেটা প্রথম বল হোক বা না হোক। প্রথম বলে ছক্কা মারা আমার অভ্যাস নয়।”
তাহলে কেন এশিয়া কাপের তিনটি ম্যাচে বড় শট মেরে ইনিংস শুরু করেছেন তিনি? জবাবে অভিষেক বলেন, “অনেক বোলার আছে যারা প্রথম বলেই উইকেট নেওয়ার চেষ্টা করে। আমি তাদের বিরুদ্ধেই প্রথম বলেই বড় শট মারার চেষ্টা করি।” অভিষেক বুঝিয়ে দিয়েছেন, সামনে শাহিন থাকাতেই পাকিস্তানের বিরুদ্ধে দু’টি ম্যাচেই প্রথম বলে বড় শট খেলেছেন তিনি। তবে সব ম্যাচে করবেন না।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম তিন ওভার ধরে খেলেছেন অভিষেক ও শুভমান গিল। তার নেপথ্যেও কারণ ছিল। অভিষেক বলেন, “এই উইকেটে আগে খেলা হয়নি। পিচ কেমন হবে সেটা জানতাম না। তাই আমরা ঠিক করেছিলাম, শুরুর কয়েকটা ওভার দেখে নেব। তারপর শট খেলব।”
ইএ/এসএন