সূচকের পতনের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ১ হাজার ১৮ কোটি টাকা।পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ০.১৪ শতাংশ বা ১ হাজার ১৮ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২৩ হাজার ৪৪৮ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৭ লাখ ২৪ হাজার ৪৬৬ কোটি টাকা।
চলতি সপ্তাহে কমেছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৩৪.৮০ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৪.১০ পয়েন্ট বা ০.১৯ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ৬.৭৩ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ।
সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৯১৮ কোটি ৮৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ৫০৫ কোটি ৩২ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৫৮৬ কোটি ৪৯ লাখ টাকা।
প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১১৭ কোটি ৩০ লাখ টাকা বা ১৬.৭৩ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫৮৩ কোটি ৭৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৭০১ কোটি ৬ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩৯টি কোম্পানির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ১.৬২ শতাংশ ও ১.৫০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫০৮৮.৬৫ পয়েন্টে ও ৯২৭৭.৯৯ পয়েন্টে।
এছাড়া সিএসআই সূচক ১.২৬ শতাংশ ও সিএসই-৩০ সূচক ১.৪৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৫৮.৮৯ পয়েন্টে ও ১৩২১৭.১১ পয়েন্টে। আর সিএসই-৫০ সূচক কমেছে ১.৪৭ শতাংশ। সূচকটি অবস্থান করছে ১১৪৪.৭৮ পয়েন্টে।
চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৮০ কোটি ২ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৬৭ কোটি ৫ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন বেড়েছে ১২ কোটি ৯৭ লাখ টাকা। সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর।
এসএস/এসএন