ভারতের সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এই যুদ্ধবিরতি দক্ষিণ এশিয়ায় একটি বড় বিপর্যয় এড়াতে সহায়ক হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউজে ওভাল অফিসে বৈঠকে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন শেহবাজ শরিফ ও পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। এ সময় ইসলামাবাদ এই বৈঠককে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ বলে বর্ণনা করেছে।
শেহবাজ শরিফ ট্রাম্পকে শান্তির মানুষ বলে অভিহিত করে বলেন, তিনি বিশ্বজুড়ে সংঘাত নিরসনে আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে নিউ ইয়র্কে মুসলিম দেশগুলোর নেতাদের নিয়ে ট্রাম্পের উদ্যোগেরও প্রশংসা করেন।
তিনি আরও জানান, এ বছরের শুরুতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে হওয়া শুল্ক চুক্তির জন্য তিনি কৃতজ্ঞ এবং আশা প্রকাশ করে বলেন, ট্রাম্পের নেতৃত্বে পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও এই বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমাদের সামনে দুইজন মহান নেতা আসছেন—পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল।’ তিনি পাকিস্তানের সেনাপ্রধানকে চমৎকার ব্যক্তি বলেও উল্লেখ করেন।
ট্রাম্পের পক্ষ থেকে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী কার্যক্রমের প্রশংসাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শরিফ এবং এই খাতে সহযোগিতা আরও বাড়ানোর ওপর জোর দেন। বৈঠকের শেষে তিনি ট্রাম্পকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।
সূত্র: আনাদোলু এজেন্সি
ইএ/টিকে