থাইল্যান্ড ভ্রমণে গিয়ে ম্যাসাজের অভিজ্ঞতায় মুগ্ধ হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। ভ্রমণ ও আরামের প্রতি তার আলাদা টান রয়েছে। তাই সুযোগ পেলেই দেশের বাইরে ঘুরতে বেরিয়ে পড়েন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে উর্বী থাইল্যান্ডের ম্যাসাজের বিশেষ অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
উর্বীর ভাষায়, প্রতি বছর অন্তত একবার থাইল্যান্ড ভ্রমণের ইচ্ছে হয় তার। দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সেখানে পাওয়া যায় অনন্য ম্যাসাজ সেবা, যা তাকে সবচেয়ে বেশি টানে। তিনি বলেন, “থাইল্যান্ড খুব সুন্দর জায়গা।
আর তাদের ম্যাসাজ সত্যিই অসাধারণ। ম্যাসাজ নিতে নিতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। বাংলাদেশে ৫-৬ হাজার টাকা দিলেও থাইল্যান্ডের ম্যাসাজের সঙ্গে তুলনা হয় না।”
তিনি আরও জানান, থাইল্যান্ডে প্রচুর হাঁটাহাঁটি করতে হয়। তাই দিনের শেষে ম্যাসাজ শরীর ও মনে দারুণ স্বস্তি এনে দেয়।
অভিনয়ের ক্ষেত্রেও প্রিয়ন্তী উর্বী এখন আলোচনায় রয়েছেন। সম্প্রতি মুক্তি পাওয়া তার অভিনীত নাটক ‘তরী আমার হঠাৎ ডুবে যায়’ দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
ইউটি/টিএ