একটি মহল কিছু দলকে মাঠে নামিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী-দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ।
তিনি বলেন, যারা করাচ্ছে তারা ২০১৪-এর নির্বাচনে বিএনপিকে অংশ নিতে বাধাগ্রস্ত করেছে। ২০১৮ সালেও একই পদ্ধতিতে এ ব্যক্তিগুলোই দিনের ভোট রাতে করিয়েছিল। ২০২৪ সালের আমি বনাম ডামি নির্বাচনে এই প্রেতাত্মা যারা সম্পৃক্ত—তারাই আবার ২০২৬ সালের ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার জন্য একটি অস্থিরতার শঙ্কা সৃষ্টি করছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কথা বলতে হবে।
শুক্রবার রাজধানীর লালবাগ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী জয়ন্তদেব সভাপতি ঢাকা মহানগর পূজা কমিটি।
দেশে আবারও নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে নেওয়াজ আলী বলেন, প্রশাসনে আওয়ামী ফ্যাসিবাদ বহাল রেখে কখনোই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তবে জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই থেকে বিএনপি সরে দাঁড়াবে না। বিএনপির এই নেতা আরও বলেন, ‘১৬টি বছর রাস্তায় থেকে জনগণের কথা বলে, মামলা মাথায় নিয়ে, অনেক সময় আয়নাঘরে থেকে এবং মায়ের বুক খালি করে বাংলাদেশে তারেক রহমানের সংগঠিত দলকে বুকে লালন করে এ পর্যন্ত পৌঁছেছি। সে ঐক্যকে নষ্ট করার একটা ষড়যন্ত্র হচ্ছে। তাই শুধু আমরাই নয়, বাংলাদেশের সব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে শক্তভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে।’মীর নেওয়াজ আলী আরও বলেন, ‘১৬ বছর ধরে মামলা, অত্যাচার, অবিচার সহ্য করে আমরা গণতন্ত্রের লড়াই চালিয়ে যাচ্ছি। এখন আর পেছনে ফেরার সময় নেই। ভোটের অধিকারের জন্যই আমরা লড়ছি, আর এর বিচার করবে জনগণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জয়ন্তশর্ম বাংলাদেশ পূজা কমিটি ও সম্পাদক কালবেলা, দুলাল সাধু শাখারী বাজার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য ও চকবাজার থানা সাবেক কাউন্সিলর আনোয়ার পারভেজ বাদল, লালবাগ থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন স্বপন, লালবাগ থানা বিএনপির ২৬ নং ওয়ার্ডের সদ্য সাবেক সভাপতি গোলাম সারোয়ার সামিম, লালবাগ থানা ছাত্রদল সদস্য সচিব নেসার উদ্দিন রাব্বি, কোতোয়ালি থানা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ জজ্, ২৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাসেলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
ইউটি/টিএ