অনূর্ধ্ব ১৭, ১৫ ও ১৬ পর্যায়ে হওয়া গত ৯ আসরের ছয়টিতেই শিরোপা জিতেছে ভারত। দুটি বাংলাদেশ এবং একবার জিতেছে পাকিস্তান। শুধু এখানেই নয়, বয়সভিত্তিকের অন্যান্য আসরে কিংবা সিনিয়র সাফেও আধিপত্য ভারতেরই। সেই ভারতের বিপক্ষে আজ অনূর্ধ্ব-১৭ সাফের ফাইনাল খেলতে নামছে বাংলাদেশের যুবারা।
গত বছর এই টুর্নামেন্টের ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরেছিলেন নাজমুল হুদারা। এবার কি ভাগ্য বদলাবে? বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল যেমন বলেছেন, ‘আমরা শিরোপা জেতার জন্য মাঠে নামব। আগে কী হয়েছে, সেসব নিয়ে ভাবছি না। আমাদের সব ভাবনা এই ফাইনাল ঘিরে।
এবারের আসরে বাংলাদেশ দারুণ ছন্দে আছে। গ্রুপ পর্বে দুটি ম্যাচেই চার গোলে জিতেছে, সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে জয় ২-০ গোলে। এখনো জাল অক্ষত রেখেছে। ভারত সেমিফাইনালে নেপালের বিপক্ষে তিন গোলে জিতলেও গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৭০ মিনিট পর্যন্ত।
কলম্বোর রেসকোর্স মাঠে আজ হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। বাংলাদেশ কোচ গোলাম রব্বানী বলেছেন, ‘ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। আমি মনে করি, আমাদের সামনে ভালো সুযোগ আছে। ছেলেরা যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে তাহলে আমরা লক্ষ্যে পৌঁছতে পারব।’
এসএস/টিএ