পাঁজরের চোটের কারণে এশিয়া কাপে বাংলাদেশের শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। এবার আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা হচ্ছে না। ৩-৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির একটি সূত্র। জানা গেছে, লিটনের সেরে উঠতে ৩ থেকে ৪ সপ্তাহ লাগবে। যে কারণে আফগান সফরের টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার। লিটনের বদলে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির দায়িত্ব সামলাবেন জাকের আলি অনিক। এর আগে তার অনুপস্থিতিতে প্রথমবার এশিয়া কাপের শেষ দুই ম্যাচেও অনিক নেতৃত্ব দিয়েছেন।
বিস্তারিত আসছে...
এসএস/টিএ