নির্বাচন কমিশন চাপের কাছে নত হয়ে এমন সিদ্ধান্ত নিচ্ছে : সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আইন মেনে যথাযথভাবে নিবন্ধনের জন্য আবেদন করলেও নির্বাচন কমিশন শাপলা প্রতীক না দেওয়ার পেছনে কোনো আইনগত কারণ দেখাতে পারেনি।

তিনি দাবি করেন, কমিশন স্বাধীন প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও চাপের কাছে নত হয়ে এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা আগাম নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ চত্বরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, যখন আমরা নিবন্ধনের জন্য আবেদন করি, তখন সব আইন-কানুন যাচাই-বাছাই করে আবেদন করেছি। শুরুতে অনেকে বলার চেষ্টা করেছে শাপলা যেহেতু জাতীয় প্রতীক, তাই এটি বরাদ্দ দেওয়া যাবে না। কিন্তু আইনগতভাবে বিষয়টি সঠিক নয়। শাপলা জাতীয় প্রতীকের একটি অংশ হলেও এটি এককভাবে জাতীয় প্রতীক নয়। একইভাবে জাতীয় ফল বা জাতীয় প্রতীক-সংশ্লিষ্ট আরও অনেক প্রতীক বিভিন্ন দলের নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ রয়েছে। তাহলে শাপলা কেন দেওয়া হবে না?

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন বলছে তাদের লিস্টে শাপলা নেই। অথচ লিস্ট হালনাগাদ বা ইমপ্রুভ করার দায়িত্ব তো তাদের। আমরা কয়েক মাস আগে আবেদন করেছিলাম, তখনই তারা কাজটা করতে পারত। আমরা নতুন করে আবেদনও দিয়েছি। তারপরও আইনগত কোনো যুক্তি না দেখিয়ে কেবল এড়িয়ে যাওয়া হচ্ছে। এর মানে হচ্ছে, নিশ্চয়ই কোনো চাপের কাছে নতি স্বীকার করেই কমিশন এই সিদ্ধান্ত নিচ্ছে।

মতবিনিময়কালে সারজিস আলম তরুণ প্রজন্মের রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমরা সমমনা ও কাছাকাছি আদর্শের তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশের মানুষ চায় তরুণরা ঐক্যবদ্ধ হোক। আমরা যদি রাজনৈতিক দলের পর্যায়ে ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে মাঠ পর্যায়ের মানুষও স্বয়ংক্রিয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে যাবে।

তিনি বলেন, গণঅধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার আলোচনা চলছে। পাশাপাশি এবি পার্টির সঙ্গে জোট (অ্যালায়েন্স) ভিত্তিক আলোচনাও এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়েই আমরা সংসদে গিয়ে তাদের প্রতিনিধিত্ব করতে পারব।

আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গেও সারজিস আলম দাবি করেন, আওয়ামী লীগ বিদেশে পাচার করা হাজার কোটি টাকা দেশে এনে ভাড়া করা লোক দিয়ে মাঝে মাঝে মিছিল করানো হচ্ছে। এগুলো আওয়ামী লীগের প্রকৃত শক্তি নয়। যদি সত্যিই তাদের এত লোকবল থাকত, তাহলে জুলাই-আগস্টে যখন সাধারণ মানুষ ও ছাত্ররা রাস্তায় নেমেছিল, তখন তারা কোথায় ছিল?

তিনি আরও বলেন, টাকা দিয়ে ভাড়া করা টোকাইদের ভোরবেলা নামিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ জানে আসল রাজনৈতিক কর্মসূচি আর ভাড়াটে শোডাউন কাকে বলে। অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা গণহত্যা চালিয়েছে, তাদের রাজনৈতিক অধ্যায় শেষ হয়ে গেছে। আওয়ামী লীগের রাজনীতির চ্যাপ্টার এখন ক্লোজ।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
চারজনের পরামর্শে শেখ হাসিনা সকল অপকর্ম করেছে : রিজভী Sep 27, 2025
img
আজই বিয়ে করছেন সেলেনা ও বেনি জুটি Sep 27, 2025
img
ইইউ'র প্রতিনিধি দলের সঙ্গে এনসিপির সাক্ষাৎ Sep 27, 2025
img
‘সেন্টমার্টিনে পর্যটন বন্ধ করা হয়নি, পরিবেশ রক্ষায় নিয়ন্ত্রণ করা হয়েছে’ Sep 27, 2025
img
‘ডট বাংলা’ ও ‘ডট বিডি’ ডোমেইন নিয়ে সুখবর Sep 27, 2025
img
তামিম-বুলবুলসহ তিন ক্যাটাগরিতে মনোনয়ন নিলেন ৬০ জন Sep 27, 2025
img
নির্বাচনে কারও পক্ষে অন্যায়-বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি Sep 27, 2025
img
নতুন গানে কণ্ঠ দিলেন ন্যান্সি ও মেজবা Sep 27, 2025
বাংলাদেশ শ্রদ্ধা, স্বচ্ছতা এবং কল্যাণের ভিত্তিতে 'আঞ্চলিক সহযোগিতায়' অঙ্গীকারবদ্ধ Sep 27, 2025
জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবী জানালেন ড.ইউনূস Sep 27, 2025
আন্তর্জাতিক মঞ্চে দেশের নারীদের অবদান তুলে ধরলেন প্রধান উপদেষ্টা Sep 27, 2025
ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী: নায়েবে আমির Sep 27, 2025
img
অনুষ্ঠানে কেন অনুপস্থিত ছিল রানির মেয়ে? Sep 27, 2025
img
ত্রয়োদশ সংসদ নির্বাচন বিলম্বিত হলে সংকট বাড়বে: আমীর খসরু Sep 27, 2025
img
আখাউড়া স্থলবন্দরে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ Sep 27, 2025
img
জামিনে ছাড়া পেয়ে ফের বিএনপি নেতাকর্মীদের পেটালেন যুবলীগ নেতা Sep 27, 2025
img
দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে : ইসি মাছউদ Sep 27, 2025
img
জলাতঙ্ক নিয়ে সচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা Sep 27, 2025
img
ভুল তথ্য ছাপানোয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলেন নেইমার Sep 27, 2025
img
বহুল আলোচিত কারাগারে পাঠানো হলো সোনম ওয়াংচুককে Sep 27, 2025