ইতিহাস গড়লো নেপাল। প্রথমবারের মতো হারাল কোনো টেস্ট খেলুড়ে দলকে। দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ক্রিকেট ইতিহাসেরই অন্যতম অঘটনের জন্ম দিলো দক্ষিণ এশিয়ার উদীয়মান ক্রিকেটশক্তি নেপাল।
শনিবার (২৭ সেপ্টেম্বর) শারজাহ'তে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়েছে নেপাল।
এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে নেপাল। জবাবে পুরো ২০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১২৯ রান তুলতে সমর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ।
যেকোনো ফরম্যাটেই আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে এটা নেপালের প্রথম জয়। ২০১৪ সালে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও তখনও তারা টেস্ট স্টেটাস পায়নি।
এই প্রথম টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে নেপাল। আর প্রথম ম্যাচেই জয় পেল তারা। নেপালের এই জয় সম্পূর্ণ টিম এফোর্টে এসেছে।
(বিস্তারিত আসছে)
ইউটি/টিএ