ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ার পর ফিনিশিংয়ের ব্যর্থতায় মিলছিল না জালের দেখা। হারের শঙ্কাও যখন পেয়ে বসেছিল নিদারুণভাবে, তখনই জালের দেখা পেলেন ফেদেরিকো সিয়েসা। তবু হলো না শেষ রক্ষা। ম্যাচের শেষ শটে এদি এনকিতিয়ার গোল উল্লাসে ভাসাল ক্রিস্টাল প্যালেসকে। মৌসুমে প্রথম হারের তিক্ত স্বাদ পেল উড়তে থাকা লিভারপুল।
ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের মাঠে শনিবার ২-১ গোলে হেরেছে লিভারপুল। আসরে আর্না স্লটের দলের প্রথম হার এটি।
ম্যাচের নবম মিনিটে প্যালেসকে এগিয়ে নেন ইসমালিয়া সার। ৮৭তম মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান চিয়েসা। যোগ করা সময়ের সপ্তম মিনিটে খুব কাছ থেকে জাল খুঁজে নেন এনকেটিয়া। ম্যাচের সমাপ্তিও ঘটে সেখানেই।
২৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৬টি শট নেয় প্যালেস, এর পাঁচটি ছিল লক্ষ্যে। কয়েকটি শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার। অন্যদিকে, শিরোপাধারীরা ২০ শটের কেবল চারটি লক্ষ্যে রাখতে পারে। তিনটি চমৎকার সেভ করেন প্যালেস গোলরক্ষক ডিন হেন্ডারসন। গত অগাস্টে কমিউনিটি শিল্ডে টাইব্রেকারে লিভারপুলকে হারিয়েছিল প্যালেস। এবার প্রিমিয়ার লিগে পেল এই দুর্দান্ত জয়।
৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে আসরের একমাত্র অপরাজিত দল প্যালেস।
ইউটি/টিএ