দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে এক হাজার ৮৯০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এক বৈঠকে দাম কমানোর এই সিদ্ধান্ত নেয়।
পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ২৪ সেপ্টেম্বর দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছায় স্বর্ণ। ওইদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা হয়েছিল।
নতুন দাম অনুযায়ী—
২২ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকা
এবি/টিকে