থালাপতি বিজয়ের জনসভায় পদপিষ্টের ঘটনায় মোদি-রাহুলের শোকপ্রকাশ

অভিনেতা থেকে ভারতীয় রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। জনসভায় পদদলিত হয়ে নারী-শিশুসহ ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংবাদমাধ্যমের দাবি, তামিলনারুর কারুরের ওই জনসভায় মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, পদপিষ্টের ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে বলে খবর। অসুস্থ আরও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় পদদলিত হয়ে মৃত্যুর এই ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের উচ্চপদস্থ কর্তা ডেভিডসন দেবাশির্বথম জানিয়েছেন, শনিবার রাত ৯টা পর্যন্ত অন্তত ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মণ্যন। পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন।

এদিকে জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ‘তামিলনাড়ুর কারুরে রাজনৈতিক সমাবেশের যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক। দুর্ঘটনার জেরে যারা প্রিয়জনদের হারিয়েছেন সেই সকল পরিবারের প্রতি আমার সমবেদনা। ঈশ্বর তাদের এই কঠিন সময় থেকে বেরিয়ে আসার শক্তি দিন। আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি।’

পাশাপাশি শোকপ্রকাশ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ঘটনায় মৃতদের পরিবারের উদ্দেশে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের আরোগ্য কামনা করেছেন তিনি। দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন দুর্ঘটনাস্থলে পৌঁছে যাবতীয় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য।

এছাড়াও উদ্বেগপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। সংবাদমাধ্যম সূত্রে খবর, পরিস্থিতি খতিয়ে দেখতে রোববার ঘটনাস্থলে যেতে পারেন তিনি।

ভারতীয় দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভোটমুখী তামিলভূমে জোর প্রচারে নেমেছেন অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়। শনিবার কারুরে একটি র‌্যালি ও জনসভার আয়োজন করেছিল টিভিকে। সেই জনসভার মূল বক্তা ছিলেন বিজয়। জানা গিয়েছে, ওই সভায় ডিএমকে-র প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজীকে নিয়ে একাধিক বাক্যবাণ ছুড়ছিলেন তিনি। আচমকাই সেই সময় উপস্থিত দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। মাঝপথেই বক্তৃতা থামিয়ে দেন বিজয়। বিভিন্ন প্রত্যক্ষদর্শীদের মতে, অভিনেতাকে ছুঁয়ে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় উপস্থিত জনতার মধ্যে।

প্রাথমিক অনুমান, জনসভায় অনেক বেশি ভিড় হয়েছিল। উদ্যোক্তারা আশা করেননি এত লোকের জমায়েত হবে। বিজয় বক্তৃতা দিতে উঠতেই ভিড় ক্রমশ বাড়তে থাকে। তার ফলেই জনতার মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে কয়েক জন দলীয় কর্মী অসুস্থ হয়ে পড়েন। কয়েকটি শিশু জ্ঞান হারায়। দ্রুত অসুস্থদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে চাপিয়ে হাসপাতালে পাঠানো হয়।

উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েক জন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন ওই সিনেমার অভিনেতা আল্লু অর্জুন। এই ঘটনাতেই তাকে গ্রেপ্তারও করা হয়েছিল। পরে আদালত তাকে জামিন দেয়।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি Sep 28, 2025
img
শেরপুরে ফায়ার ইন্সপেক্টর নাঈমের দাফন সম্পন্ন Sep 28, 2025
img
শেখ হাসিনার মামলায় মূল তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ আজ Sep 28, 2025
img
প্রকাশ্যে নেপালের সাবেক প্রধানমন্ত্রী, দেশ ছেড়ে না পালানোর ঘোষণা Sep 28, 2025
img
বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা Sep 28, 2025
img
অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক Sep 28, 2025
img
মহাষষ্ঠী দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু আজ Sep 28, 2025
img
শহর অনিরাপদ মনে হলে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের ঘোষণা ট্রাম্পের Sep 28, 2025
img
ইইউ বা ন্যাটো দেশগুলোর ওপর আক্রমণের কোনো ইচ্ছা নেই রাশিয়ার: রুশ পররাষ্ট্রমন্ত্রী Sep 28, 2025
img
মিত্র দলগুলোকে ৫০ আসন ছাড়তে প্রস্তুত বিএনপি: হাফিজ উদ্দিন Sep 28, 2025
img
সুশীল সমাজের প্রতিনিধিদের দিয়েই নির্বাচনী সংলাপ শুরু করছে ইসি Sep 28, 2025
img
বায়ুদূষণে শীর্ষে কঙ্গোর রাজধানী, ঢাকার অবস্থান ২৭ তম Sep 28, 2025
img

লাদাখ আন্দোলন

বাংলাদেশে এসেছিলেন ওয়াংচুক, ছিল পাক গোয়েন্দার সঙ্গে যোগাযোগ- দাবি পুলিশের Sep 28, 2025
img
আবার হুমকির মুখে কপিল শর্মা Sep 28, 2025
img
সরকারবিরোধী বিক্ষোভে এখনও উত্তাল পেরু Sep 28, 2025
img
আমেরিকা থেকে আরও গম কেনার চুক্তি করছে বাংলাদেশ : খাদ্য উপদেষ্টা Sep 28, 2025
img
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৯১ Sep 28, 2025
img
জাতিসংঘ অধিবেশনেও ভারত-পাকিস্তান দ্বৈরথ! Sep 28, 2025
img
নির্বাচক পদ থেকে রাজ্জাকের পদত্যাগ করার কারণ Sep 28, 2025
img
কূটনৈতিক ভিসা অব্যাহতি চুক্তি সই করলো বাংলাদেশ-উজবেকিস্তান Sep 28, 2025