জাতিসংঘের সদর দপ্তরে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত এলডিসি মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি।
বৈঠকে তৌহিদ হোসেন স্বল্পোন্নত দেশগুলোকে প্রভাবিত করে এমন একাধিক বৈশ্বিক সংকটের পরিপ্রেক্ষিতে দোহা প্রোগ্রাম অব অ্যাকশন বাস্তবায়ন ত্বরান্বিত করার জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
পররাষ্ট্র উপদেষ্টা বৃহত্তর আন্তর্জাতিক সহায়তা, আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার, জলবায়ু পরিবর্তনে অর্থায়ন বাড়ানো এবং স্বল্পোন্নত দেশগুলোর টেকসই ও অপরিবর্তনীয় বৃদ্ধি নিশ্চিত করার পদক্ষেপের আহ্বান জানান।
এবি/টিকে